পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রকাশ্যে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র ফার্স্ট লুক

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা গল্প অবলম্বনে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' তৈরি করছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় । ছবির চরিত্রদের লুক ও শুটিংয়ের ছবি ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন পরিচালক ।

হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী

By

Published : Aug 21, 2019, 11:19 AM IST

Updated : Aug 21, 2019, 12:08 PM IST

কলকাতা : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের দু'টি গল্প 'হবুচন্দ্র রাজা' ও 'সরকারের ছেলে' অবলম্বনে একটি বাংলা ছবি তৈরি করছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় । ছবির নাম 'হবুচন্দ্র রাজা গবচন্দ্র মন্ত্রী' । ছবির চরিত্রদের লুক ও শুটিংয়ের ছবি ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন পরিচালক ।

'হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী' ছবির দৃশ্য

ছবিতে রাজা হবুচন্দ্রর চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে । রানির চরিত্রে রয়েছে অর্পিতা চট্টোপাধ্যায় ও মন্ত্রী গবুচন্দ্রর চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায় ।

রাজা ও রানির চরিত্রে শাশ্বত ও অর্পিতা
'হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী' ছবির দৃশ্য

বর্তমানে হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে শুটিং চলছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র । ছবির প্রযোজনা করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ।

অর্পিতা চট্টোপাধ্যায়
Last Updated : Aug 21, 2019, 12:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details