পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রোশনের সঙ্গে প্রথম ছবি, শেয়ার করলেন শ্রাবন্তী... - শ্রাবন্তী চ্যাটার্জি

সোশাল মিডিয়া দেখলেই শ্রাবন্তী আর রোশনের এক গুচ্ছ ছবি সামনে আসে। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা তাঁরা। এবার শ্রাবন্তী সামনে আনলেন তাঁর আর এক মূল্যবান ছবি।

শ্রাবন্তী চ্যাটার্জি

By

Published : Jul 15, 2019, 5:44 PM IST

কলকাতা : রোশনের সঙ্গে সম্পর্ক নিয়ে শুরুর দিকে বেশ গোপনীয়তা বজায় রেখেছিলেন শ্রাবন্তী। তাঁদের বিয়ের খবরটা যেন হঠাৎ করেই সামনে আসে। তবে তাঁদের সম্পর্ক কিন্তু অনেকদিনেরই। একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কেমন ছিল তাঁদের একেবারে প্রথম তোলা ছবি? অভিনেত্রী নিজেই শেয়ার করলেন।

নিজেদের বেশ অন্তরঙ্গ একটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। ক্যাপশনে লিখেছেন, "যখন আমি ওঁর সঙ্গে প্রথম বার ছবি তুলি।" ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ফ্য়ানেদের প্রশংসার বন্য বইতে শুরু করে। তবে গোলাপের গায়ে কাঁটার মতো বেশ কিছু কটুক্তিও করেন কেউ কেউ।

দেখে নিন শ্রাবন্তীর সেই পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details