পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

উত্তম কুমারের পর কৌশিক গাঙ্গুলিই শ্রেষ্ঠ অভিনেতা : অনিকেত চট্টোপাধ্য়ায় - bengali movie

উন্নয়ন, প্রগতি এবং বাণিজ্যিকরণের যুগে প্রায় অবলুপ্তির পথে চারপাশে ছড়িয়ে থাকা অনেককিছুই। সেই তালিকায় রয়েছে পাড়ার মুদি দোকানগুলিও। সেরকমই এক মুদিওয়ালার গল্প বলবে অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি শঙ্কর মুদি।

shankar mudi

By

Published : Feb 27, 2019, 9:45 PM IST

ছবিতে শঙ্কর মুদির চরিত্রে দেখা যাবে পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলিকে। কৌশিক যে অসামান্য অভিনেতা, তা আর দর্শকের আলাদা করে জানার বাকি নেই। তাই ছবির অন্যতম USP কৌশিকের অভিনয়। আর সেটা মনে করেন পরিচালক অনিকেত চট্টোপাধ্য়ায় নিজেও। তিনি মনে করেন, উত্তম কুমারের পর কৌশিক গাঙ্গুলিই শ্রেষ্ঠ অভিনেতা।

তিনি বলেন, "কৌশিক গাঙ্গুলি বাংলার শ্রেষ্ঠ অভিনেতা। উত্তম কুমারের পর আমি একজনকেই রাখি, তিনি হলেন কৌশিক গাঙ্গুলি। আর তিনি এই চরিত্রের জন্য সবথেকে উপযুক্ত।"

ছবি নিয়েও বিভিন্ন বক্তব্য় রাখেন পরিচালক। পুরোটা জানতে দেখুন ভিডিয়ো...

shankar mudi

ABOUT THE AUTHOR

...view details