পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'মোটা মেয়েদের' গল্প বলবে 'ফাটাফাটি' - windows

তবে প্রচ্ছদে যে প্লাস সাইজ়ের অভিনেত্রীকে তুলে ধরা হয়েছে, তাঁর মুখ দেখা যাচ্ছে না । মুখ ঢাকা রয়েছে একটি বড় টুপিতে । তিনি আসলে অপরাজিতা আঢ্য ।

ads
asd

By

Published : Sep 17, 2020, 8:37 PM IST

কলকাতা : আমি কি মোটা ? এই বিষয়টা কি আমাকে খুব ভাবাচ্ছে ? খুব চিন্তায় ফেলে দিচ্ছে ? আমি কি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি ? মোটা মানেই যেন একটা বড় সমস্যা । যেন বিরাট অপরাধ । আর এর জন্য অনেক সময় হাসি ঠাট্টাও করা হয় তাঁদের নিয়ে । তবে মোটা হওয়া যে আদতে কোনও সমস্যাই নয় এবার সেটাই বড় পরদায় তুলে ধরতে চলেছে উইন্ডোজ় প্রযোজনা সংস্থা ।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি এই বিষয়কে কেন্দ্র করে । ছবির নাম 'ফাটাফাটি'। আগামী বছর নারী দিবসে মুক্তি পাবে ছবিটি । পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিত্র মুখোপাধ্যায় । যিনি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' পরিচালনা করেছেন । ওই ছবিও মুক্তি পেয়েছিল নারী দিবসে ।

ছবির পোস্টার প্রকাশ করেছে উইন্ডোজ় । পোস্টারটি দেখতে ম্যাগাজ়িনের প্রচ্ছদের মতোই । ম্যাগাজ়িনে যেমন দৃষ্টি আকর্ষণের জন্য বিষয়বস্তুকে প্রচ্ছদে হাইলাইট করা হয়, এখানেও ছবির সেইসব হাইলাইট হওয়া বিষয়গুলোকেও তুলে ধরা হয়েছে পোস্টারে । যেমন বলা হয়েছে, যে কোনও দাগ নিয়েই নিজেকে ভালোবাসো, প্লাস সাইজ় মডেলের গল্প, শুধুই কি ত্বকের যত্ন নেবেন ? আর মনের ? বন্ধ হোক বডি শেমিং ।

'ফাটাফাটি'-র পোস্টার

তবে প্রচ্ছদে যে প্লাস সাইজ়ের অভিনেত্রীকে তুলে ধরা হয়েছে, তাঁর মুখ দেখা যাচ্ছে না । মুখ ঢাকা রয়েছে একটি বড় টুপিতে । তিনি আসলে অপরাজিতা আঢ্য ।

প্রতিবারই নারী দিবসে এরকমই সব জোরদার বিষয়বস্তুকে তুলে ধরে উইন্ডোজ় । কখনও সেখানে জায়গা করে নেয় শাশুড়ি বউমার সম্পর্ক, কোথাও মহিলাদের পৌরোহিত্য । আর এবার আসছে এক মোটা মহিলার গল্প । ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় । গল্পটি লিখেছেন জিনিয়া সেন ।

ABOUT THE AUTHOR

...view details