পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ফেলুদা' আমার স্বপ্নের চরিত্র : টোটা - সৃজিতের সঙ্গে প্রথম কাজ টোটার

টোটা বলেন, "জীবনে আমার বেশি শখ নেই, একটাই শখ ছিল । কোনওদিন যদি ফেলুদা করতে পারি । অসম্ভব লোভ ছিল চরিত্রটার প্রতি । এবং সেটা ঈশ্বর শুনেছেন । সৃজিত যখন কথাটা আমাকে বলল তখন বিশ্বাস হচ্ছিল না । আমি এখন সুপার সুপার এক্সাইটেড।"

ggf

By

Published : Nov 12, 2019, 6:02 PM IST

কলকাতা : প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর জীবনেই কোনও না কোনও স্বপ্নের চরিত্র থাকে । কেউ তাতে অভিনয়ের সুযোগ পান । আবার কেউ পান না । একইভাবে 'ফেলুদা' চরিত্র ছিল টোটা রায়চৌধুরির স্বপ্নের চরিত্র । আর এবার তাঁর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে । ফেলুদার চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি । ফেলুদাকে নিয়ে ওয়েবসিরিজ় তৈরি করতে চলেছেন পরিচালনা সৃজিত মুখার্জি । আর সৃজিতের থেকেই সেই প্রস্তাবটি পেয়েছেন তিনি । এর জন্য খুবই খুশি তিনি ।

ছবি সম্পর্কে টোটা বলেন, "জীবনে আমার বেশি শখ নেই, একটাই শখ ছিল । কোনওদিন যদি ফেলুদা করতে পারি । অসম্ভব লোভ ছিল চরিত্রটার প্রতি । এবং সেটা ঈশ্বর শুনেছেন । সৃজিত যখন কথাটা আমাকে বলল তখন বিশ্বাস হচ্ছিল না । আমি এখন সুপার সুপার এক্সাইটেড।"

পোস্টার

এই প্রথমবার সৃজিতের সঙ্গে কাজ করতে চলেছেন টোটা । ওয়েব সিরিজেও প্রথম কাজ করবেন তিনি । এ বিষয়ে বলেন, "আমি সৃজিতের সঙ্গে এই প্রথমবার কাজ করছি । ওয়েব সিরিজ়েও প্রথম । সুজয় ঘোষের একটা শর্ট ফিল্মে প্রথম কাজ করেছিলাম । তবে ফেলুদার শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছু বলেনি । এখন প্ল্যানিং স্টেজে রয়েছে বিষয়টা । এরপর বাকিদের কাস্টিং করবে । ফেলুদা সিরিজ়ের 'ছিন্নমস্তার অভিশাপ' এবং 'যত কাণ্ড কাঠমান্ডুতে' গল্প নিয়ে হবে ওয়েব সিরিজ়টি । 'টিনটোরেটোর যীশু' দেখার পর, সৃজিত বলেছিল কোনওদিন ফেলুদা করলে আমাকে নিয়ে করবে ।"

এবার ফেলুদার চরিত্রে টোটা

ফেলুদা এবং সৃজিত মুখার্জির প্রথম ওয়েব সিরিজ় দেখানো হবে আড্ডা টাইমসে । তাদের তরফে বলা হয়, "আমরা প্রথমবার সৃজিতের সঙ্গে কাজ করতে চলেছি । আর এবার সৃজিতও ওয়েবে প্রথমবার কোনও সিরিজ় তৈরি করতে চলেছেন । দুটো গল্প আসছে । একেকটা গল্পে 6টা এপিসোড থাকবে । ডিসেম্বরের মাঝামাঝি সপ্তাহ থেকে শুরু হবে শুটিং । জটায়ু করছেন অনির্বাণ চক্রবর্তী । তোপসে এবং মগনলাল মেঘরাজকে খোঁজা চলছে । আমরা অডিয়েন্সেরও মতামত নিচ্ছি । ফেলুদার চরিত্রের জন্য চার জনকে ভেবেছিলাম । অনির্বাণ ভট্টাচার্য, আবীর চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরি এবং ইন্দ্রনীল সেনগুপ্ত । টুইটারে আবীর এগিয়ে ছিলেন । মিক্সড ফলাফল এসেছে । কিন্তু, আমরা এবং পরিচালক ঠিক করি টোটাদাই ফেলুদা করবেন । টোটাদা ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করেছেন, 'চোখের বালি' করেছেন, 'শুভ মহরত' করেছেন, মধুর ভাণ্ডারকারের ছবিতেও কাজ করেছেন । আমরা যখন টোটা রায়চৌধুরির কথা ঘোষণা করেছি, ৯০ শতাংশ দর্শক আমাদের আলাদা মেসেজ করে বলেছেন, তাঁরা ভীষণ খুশি । ফিচারস দেখতে গেলে টোটোদা খুব শার্প । ফেলুদার সঙ্গে তাঁর খুব মিল আছে, যেভাবে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন । এই সিরিজ় নিয়ে আমরা খুব আশাবাদী ।"

ABOUT THE AUTHOR

...view details