মুম্বই, 20 জুন :পিতৃদিবসে (Father’s Day 2021) শুভেচ্ছার বিস্ফোরণ ঘটল ইন্টারনেটে ৷ সকাল থেকে রাত - সারাদিন ধরে বাবা-সন্তানের ছবিতে বানভাসি হল সোশ্যাল মিডিয়া ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি - জোয়ারে গা ভাসাতে এতটুকু পিছপা হননি কেউই ৷ বলিউডের সেলিব্রিটিরাও তাঁদের বাবার সঙ্গে ছবি পোস্ট করে ফাদার্স ডে-র সেলিব্রেশনে মাতলেন ৷
কে নেই সেই তালিকায় ৷ করিনা কাপুর থেকে শুরু করে, অনুষ্কা শর্মা, মাধুরী দীক্ষিত, শাহরুখ খান, অক্ষয় কুমার, কাজল, সোহা আলি খান, নেহা ধুপিয়া, মীরা রাজপুত, অনন্যা পাণ্ডে-সহ বলিউডের নানা সেলিব্রিটি আজ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পিতৃদিবসের উদযাপন করেছেন ৷
বলিউডের অভিনেত্রী করিনা কাপুর তাঁর বাবা তথা প্রয়াত অভিনেতা রণধীর কাপুরের সঙ্গে তাঁর একটি পুরনো ছবি পোস্ট করেছেন ৷ সেই ছবিতে দেখা যাচ্ছে তাঁর হাবি সইফ আলি খানকেও ৷ চলতি বছর ফেব্রুয়ারিতেই দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন করিনা ৷ তাঁর ও সইফের বড় ছেলে তৈমুরের বয়স 4 ৷ ছবিটি পোস্ট করে ক্যাপশনে করিনা লিখেছেন, "সুপারহিরোদের ফাদার্স ডে ৷"
আরও পড়ুন:প্রেম জানাজানি হতেই হেনস্থা ! কাঞ্চন, তাঁর বান্ধবীর বিরুদ্ধে থানায় স্ত্রী পিঙ্কি
এ বছরই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার জীবনে এসেছে ছোট্ট অতিথি ৷ তাই এ বারের ফাদার্স ডে-টা তাঁদের জন্য একটু আলাদাই ৷ অনুষ্কা তাঁর বাবা অজয় কুমার শর্মা ও বিরাটের ছবি দিয়ে একটি মিষ্টি পোস্ট করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "দুজন সবচেয়ে দৃষ্টান্তমূলক মানুষ ৷ যাঁরা আমায় 100 পাইয়ে দেন ৷ আমায় ভালোবাসা ও মর্যাদা দিয়ে ভরিয়ে দেন ৷ একজন কন্যা সবচেয়ে ভালো বাবা এমনই পেতে পারে ৷"