হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি:এই মাসেই চারহাত এক হতে চলেছে অভিনেতা ফারহান আখতার এবং শিবাণী দন্ডেকরের ৷ জানালেন ফারহানের বাবা তথা বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar confirms farhan shibani wedding ) ৷ বিয়ে সংক্রান্ত জল্পনা যে শুধুই গুজব নয় তা মেনে নিয়ে তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারির 21 তারিখ আইনি বিবাহ সারতে চলেছেন ফারহান-শিবাণী ৷ যদিও এই বলি যুগলের বিবাহ সংক্রান্ত জল্পনা চলে আসছে প্রায় দুবছর ধরে ৷ এবং সেই জল্পনা তৈরি হয়েছিল জাভেদের কারণেই ৷ খান্ডালার বাড়িতে একটি ঘরোয়া অনুষ্ঠানে একথা জানিয়েছিলেন জাভেদ আখতার ৷ আর তা থেকেই আগুনের মত ছড়িয়ে পড়ে বিয়ের খবর ৷
ফারহান এবং শিবাণীর বিবাহ প্রসঙ্গে এদিন জাভেদ বলেন, "হ্যাঁ ওদের বিয়ে হতে চলেছে ৷ বাকি বিয়ের প্রস্তুতির যা কাজ সেসব প্ল্যানাররা দেখে নেবেন ৷" তিনি আরও জানান, করোনার কারণে কোনও কিছুই বড় করে আয়োজন করা সম্ভব হচ্ছে না ৷ জাভেদ বলেন, "আমরা খুবই কম লোকজনকে আমন্ত্রণ করতে চলেছি, এটা খুবই সাধারণ একটা অনুষ্ঠান হতে চলেছে ৷"