পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Fans shocked over Dhanush Aishwaryaa's separation: ধনুষ-ঐশ্বর্যের বিচ্ছেদে মন ভাঙল ভক্তদের, প্রোফাইল ছবি বদল রজনী-কন্যা সৌন্দর্যের - প্রোফাইল ছবি বদলালেন সৌন্দর্য

ধনুষ ও ঐশ্বর্যের বিচ্ছেদে (Fans left in shock over Dhanush Aishwaryaa's separation) মন ভাঙল ভক্তদের ৷ তাঁদের এই ঘোষণার পরই বাবা-বোনের সঙ্গে ছবি পোস্ট পোস্ট করলেন রজনীকান্তের অপর কন্যা সৌন্দর্য ৷

Fans left in shock after Dhanush, his wife Aishwaryaa announce separation, Soundarya drops new profile pic
ধনুষ-ঐশ্বর্যের বিচ্ছেদে মন ভাঙল ভক্তদের, প্রোফাইল ছবি বদল রজনী-কন্যা সৌন্দর্যের

By

Published : Jan 18, 2022, 11:55 AM IST

কলকাতা, 18 জানুয়ারি:দক্ষিণী স্টার ধনুষ ও তাঁর স্ত্রী ঐশ্বর্যের বিবাহবিচ্ছেদের খবরে শোকাহত তাঁদের ভক্তরা ৷ পরের পর পোস্টে অনেকেই জানিয়েছেন এই খবর শুনে তাঁদের হৃদয় ভেঙেছে (Fans left in shock over Dhanush Aishwaryaa's separation)৷ ধনুষ ও তাঁর স্ত্রী আলাদা থাকবেন বলে ঘোষণা হওয়ার কিছুক্ষণের মধ্যে নিজের টুইটারের ডিসপ্লে ছবি বদলেছেন ঐশ্বর্যের বোন সৌন্দর্য ৷ দিয়েছেন খুবই ছোটবেলার স্মৃতিবিজড়িত একটা ছবি ৷ যেখানে বাবা রজনীকান্তের কোলে দেখা যাচ্ছে দুই বোন ঐশ্বর্য ও সৌন্দর্যকে (Soundarya drops new profile pic)৷

18 বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে অভিনেতা ধনুষ (Dhanush parts ways with Aishwarya) ঘোষণা করেছেন যে, তিনি (Dhanush Wife Aishwaryaa Separate) ও তাঁর স্ত্রী ঐশ্বর্য আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৷ এই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই রজনী-কন্যা সৌন্দর্য নিজের টুইটার প্রোফাইল পিকচার বদলে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন নিউ প্রোফাইল পিক ৷

ধনুষ-ঐশ্বর্য

ধনুষ ও ঐশ্বর্যের বিবাহবিচ্ছেদের (Fans shocked over Dhanush Aishwaryaa's separation) খবরে মানসিক ভাবে বিপর্যস্ত তাঁদের ভক্তরা ৷ এই তারকা জুটির কিছু ভাল মুহূর্তের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই ৷

আরও পড়ুন:Dhanush Wife Aishwaryaa Separate: 18 বছরের সম্পর্কে ইতি, ঐশ্বর্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা ধনুষের

অনেকে আবার তাঁদের এই ব্যক্তিগত সিদ্ধান্তে মন্তব্য বা হস্তক্ষেপকে ভাল চোখে দেখেননি ৷

ধনুষ ঐশ্বর্যের বিবাহবিচ্ছেদ (Dhanush Aishwaryaa announce separation) দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের উপরও প্রভাব ফেলবে বলে মত এক ভক্তের ৷ তিনি লিখেছেন, "রজনীকান্ত একজন ইতিবাচক মানুষ ৷ এতকিছু পজিটিভ থাকা সত্ত্বেও তাঁর পরিবারে এত নেগেটিভ বিষয় ! জানি না ঈশ্বর তাঁকে কেন এ ভাবে শাস্তি দিচ্ছেন ৷ তিনি কতটা যন্ত্রণার মধ্যে গিয়ে এখন যাচ্ছেন, তা ভাবতে পারছি না ৷"

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা টুইটারে জানিয়ে ধনুষ লিখেছেন, "বন্ধু, দম্পতি, বাবা-মা ও একে-অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে 18 বছর একসঙ্গে ছিলাম ৷ আজ আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখান থেকে আমাদের পথটা আলাদা হয়ে গিয়েছে ৷ ঐশ্বর্য ও আমি দম্পতি হিসেবে আর একসঙ্গে থাকব না বলে সিদ্ধান্ত নিয়েছি ৷ আরও ভাল থাকার জন্য নিজেরা পৃথক ব্যক্তিত্ব হিসেবে নিজেদের বোঝার জন্য সময় নেব ৷ "

ABOUT THE AUTHOR

...view details