কলকাতা, 18 জানুয়ারি:দক্ষিণী স্টার ধনুষ ও তাঁর স্ত্রী ঐশ্বর্যের বিবাহবিচ্ছেদের খবরে শোকাহত তাঁদের ভক্তরা ৷ পরের পর পোস্টে অনেকেই জানিয়েছেন এই খবর শুনে তাঁদের হৃদয় ভেঙেছে (Fans left in shock over Dhanush Aishwaryaa's separation)৷ ধনুষ ও তাঁর স্ত্রী আলাদা থাকবেন বলে ঘোষণা হওয়ার কিছুক্ষণের মধ্যে নিজের টুইটারের ডিসপ্লে ছবি বদলেছেন ঐশ্বর্যের বোন সৌন্দর্য ৷ দিয়েছেন খুবই ছোটবেলার স্মৃতিবিজড়িত একটা ছবি ৷ যেখানে বাবা রজনীকান্তের কোলে দেখা যাচ্ছে দুই বোন ঐশ্বর্য ও সৌন্দর্যকে (Soundarya drops new profile pic)৷
18 বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে অভিনেতা ধনুষ (Dhanush parts ways with Aishwarya) ঘোষণা করেছেন যে, তিনি (Dhanush Wife Aishwaryaa Separate) ও তাঁর স্ত্রী ঐশ্বর্য আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৷ এই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই রজনী-কন্যা সৌন্দর্য নিজের টুইটার প্রোফাইল পিকচার বদলে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন নিউ প্রোফাইল পিক ৷
ধনুষ ও ঐশ্বর্যের বিবাহবিচ্ছেদের (Fans shocked over Dhanush Aishwaryaa's separation) খবরে মানসিক ভাবে বিপর্যস্ত তাঁদের ভক্তরা ৷ এই তারকা জুটির কিছু ভাল মুহূর্তের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই ৷