ভোপাল : প্রয়াত উর্দু কবি রাহাত ইন্দোরি । কোরোনায় আক্রান্ত হয়ে মধ্যপ্রদেশের শ্রী অরবিন্দ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । আজ বিকেল 5টার সময় সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
কয়েকদিন ধরেই জ্বর হচ্ছিল রাহাত ইন্দোরির । রবিবার থেকেই শ্রী অরবিন্দ হাসপাতালে ভরতি ছিলেন তিনি । এরপর জ্বর না কমায় গতকাল তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । সেই রিপোর্ট পজ়িটিভ আসে ।
এরপর আজ সকালেই টুইট করেন তিনি । লেখেন, "শরীরে উপসর্গ দেখা দেওয়ায় গতকাল আমার কোরোনা পরীক্ষা করা হয় । তার রিপোর্ট পজ়িটিভ এসেছে । অরবিন্দ হাসপাতালে ভরতি আছি । যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি সেই প্রার্থনা করুন । অনুরোধ করছি, আমাকে বা আমার পরিবারকে ফোন করবেন না । টুইটার ও ফেসবুকে সব খবর আপনারা পেয়ে যাবেন ।"
এদিকে আজ সকালের পর থেকেই রাহাত ইন্দোরির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । তাঁর দু'বার হার্ট অ্যাটাকও হয় । বিকেল 5টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন । তিনি 60 শতাংশ নিউমোনিয়ায় ভুগছিলেন বলে জানান অরবিন্দ হাসপাতালের চিকিৎসক বিনোদ ভাণ্ডারী ।
বলিউডের একাধিক ছবির জন্যও গান লিখেছেন রাহাত ইন্দোরি । উল্লেখযোগ্য ছবিগুলি হল—‘বেগমজান’, ‘ঘটক’, ‘মীনাক্ষি’, ‘মিশন কাশ্মীর’, ‘ইশক’, 'মুন্নাভাই এম বি বি এস'।