ঋদ্ধির নামে ইনস্টাগ্রামে রয়েছে ফেক অ্যাকাউন্ট। ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গেই সতর্ক হয়েছেন তিনি।
ঋদ্ধির ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট! - fake instaprofile
তারকাদের উপর নজর থাকে সকলের। আর সেই সুযোগ নিয়েই অনেকেই বানিয়ে ফেলেন তারকাদের ফেক সোশাল মিডিয়া অ্যাকাউন্ট। এবার এই ঘটনা ঘটেছে অভিনেতা ঋদ্ধি সেনের সঙ্গে। আর এই ভুঁয়ো অ্যাকাউন্টের ফাঁদে যাতে তাঁর অনুরাগীরা পা না দেয়, সেই আবেদনই করলেন তিনি।
ঋদ্ধি সেন
ঋদ্ধি সাফ জানিয়েছেন, তাঁর একটি ভুঁয়ো প্রোফাইল রয়েছে ইনস্টাগ্রামে। এবং তিনি এও জানিয়েছেন, তাঁর নাকি ইনস্টাগ্রামে কোনও প্রোফাইলই নেই। তিনি কেবল মাত্র রয়েছেন ফেসবুক ও টুইটারে।
ঋদ্ধি সকলকে অনুরোধ করেছেন, যাঁরা ইনস্টাগ্রামে এই প্রোফাইলটি ফলো করছেন, তাঁরা যেন তা তৎক্ষণাৎ আনফলো করেন সেই প্রোফাইল।
Last Updated : Mar 25, 2019, 12:58 PM IST