হায়দরাবাদ, 25 ফেব্রুয়ারি :সাম্প্রতিক একটি গবেষণা বলছে, মানসিক স্বাস্থ্যের সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সরাসরি যোগ রয়েছে ৷ জামা সাইকিয়াট্রি (JAMA Psychiatry) জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রটিতে দেখানো হয়েছে, প্রচণ্ড গরম কীভাবে মারাত্মক ক্ষতি করতে পারে মানসিক স্বাস্থ্যের (Extreme heat can be fatal for mental health ) ৷ গবেষণায় দেখা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রীষ্মের মরসুমে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ব্য়ক্তিকে মানসিক রোগের জন্য় জরুরী বিভাগে ভর্তি করতে হয় ৷ যেকোনও মানসিক রোগ যেমন স্ট্রেস ডিসঅর্ডার, মেজাজ হারানো, উদ্বেগ প্রভৃতির ক্ষেত্রেও তাপমাত্রার প্রভাব রয়েছে ৷
আমেরিকা জুড়ে প্রায় সমস্ত বয়সের মানুষের উপর এই সমীক্ষা চালানোর পর গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন ৷ বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে আগামী দিনে পৃথিবীর তাপ আরও বাড়তে চলেছে যার জেরে এই গবেষণার ফলাফল এই মুহূর্ত আরও গুরুত্বপূর্ণ ৷ জলবায়ু পরিবর্তন নিয়ে সঠিক সিদ্ধান্ত, নীতি প্রণয়ন করা কতখানি জরুরি এই গবেষণাপত্রই তার প্রমাণ ৷ গবেষণা পত্রের প্রধান লেখক ড. অমৃতা নরি-শর্মা জানান, স্বাস্থ্য ব্য়বস্থার মধ্য়ে সবচেয়ে বেশি ব্য়য়বহুল হল এমারজেন্সি বিভাগের পরিষেবাগুলি ৷ এই সমীক্ষা দেখায় ব্যক্তি স্বাস্থ্যের জন্য বিষয়টি কতটা ঝুঁকিপূর্ণ এবং খরচ সাপেক্ষ হতে পারে ৷ একইসঙ্গে কীভাবে অগ্রিম কিছু ব্যবস্থা নেওয়া যায় তারও পরামর্শ দেয় ৷