শুটিং নিয়ে উচ্ছ্বসিত অনিকেত বললেন, "আমাদের সকাল ৭টায় কলটাইম। তবে কখন শেষ হবে কোনও ঠিক নেই। কোনওদিন ১১.৩০-১২টাও হয়ে যায়। রবিবার সকাল সকাল শুটিং ফ্লোরে চলে এসেছি। সত্যি বলতে খুব মজা হচ্ছে। বিশাল সেট ফেলা হয়েছে। বিশাল বিশাল দরজা। একএকটা গেট হয়তো ২০০-২৫০ ফুট লম্বা। বিশাল মন্দির, বিশাল বাজার বসানো হয়েছে। একটা রাজকীয় ব্যাপার আনা হয়েছে। আমাদের আর্ট ডিরেক্টর মৃদুল-শাশ্বতী। তাঁরাই এই সেট ডিজাইন করেছেন। শুটিং ফ্লোরে হাতি, ঘোড়ার গাড়ি, গোরুর গাড়ি, রথ, কী নেই। আর প্রচুর জুনিয়র আর্টিস্ট রয়েছেন। রাজা মন্ত্রীর গল্প, বুঝতেই তো পারছেন। একটা অন্য সময়ে চলে এসেছি আমরা। মনে হচ্ছে, আমরাই রাজসভার লোকজন।"
যেহেতু রাজা-রানির গল্প, তাই ছবির মেকআপও তেমনি রাজকীয়। সে বিষয়ে অনিকেত বললেন, "আর্টিস্টের মেকআপ করতে অনেক সময় লাগছে। কাউকে কাউকে তো প্রস্থেটিক মেকআপ করতে হচ্ছে।" শুটিংয়ের মাঝে ঘটছে অনেক মজার ঘটনা। হাসতে হাসতে অনিকেত বললেন, "জানেন তো এর মধ্যে খুব ঝড় উঠেছিল একদিন। উথালপাতাল অবস্থা। আমাদের এখানে একটা কৃত্রিম বাজার তৈরি করা হয়েছিল। সব লন্ডভন্ড হয়ে যায়। একটা জায়গায় মশলাপাতি রাখা ছিল। ঝড়ের সময় সেই মশলাপাতি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ সব উড়ে এসে সবার চোখের মধ্যে ঢুকে যায়। সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কি কেলেঙ্কারি কাণ্ড! তারপর আবার সেই বাজার তৈরি হয়েছে।"