পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Exclusive : প্রসেনজিতের প্রথম ওয়েব সিরিজ়ে ঋদ্ধি - Ridhhi Sen

বাংলা চলচ্চিত্র জগতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'এন আইডিয়াজ়' নিজের জায়গা করে নিয়েছে বিষয়বস্তুর নতুনত্বের কারণে। 'উড়নচণ্ডী', 'মহালায়া'র মতো ছবি তৈরি করেছে এই প্রযোজনা সংস্থা। টেলিভিশনের পরদাতেও ধারাবাহিক প্রযোজনা করেছে। যেমন, ঋতুপর্ণ ঘোষ পরিচালিত 'গানের ওপারে'। এবার তাদের নতুন ভেঞ্চার হল ওয়েব সিরিজ়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

By

Published : Jun 4, 2019, 10:16 PM IST

কলকাতা : বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জির প্রযোজনা সংস্থা 'এন আইডিয়াজ়' তৈরি করতে চলেছে একটি ওয়েব সিরিজ়। সেটি তৈরি হবে আসামি রশিদ খানের জীবনের উপর ভিত্তি করে। এই খবরের সঙ্গে রয়েছে আরও এক চমক। কারণ রশিদ খানের চরিত্রে অভিনয় করতে চলেছেন ঋদ্ধি সেন।

সাদা-কালো ঋদ্ধি..
ওয়েব সিরিজ়টি পরিচালনা করছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত সুরজিৎ। তাঁর এই নতুন প্রজেক্টের শুটিং শুরু হবে জুন মাসের ২৬ তারিখ থেকে। তবে এখনও নাম ঠিক হয়নি সিরিজ়টির।
ক্যারিয়ারের শুরু থেকেই অনেক ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছেন তিনি

ইন্ডাস্ট্রির একাংশের বক্তব্য, প্রসেনজিৎ চ্যাটার্জির মতো প্রযোজকের যত তাড়াতাড়ি সম্ভব ওয়েব সিরিজ় তৈরি করা দরকার। কারণ, তাঁরা প্রত্যেকেই আশা রাখেন বুম্বাদার উপর। প্রত্যাশা করেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা থেকে তৈরি হবে এক মনে রাখার মতো ওয়েব সিরিজ়।

ABOUT THE AUTHOR

...view details