ETV Bharat / sitara
ফাদার্স ডে-তে কে কে মনে করলেন বাবাকে ? - টলিউড
কাল ছিল ফাদার্স ডে। যদিও বছরের প্রতিটা দিনই বাবা আমাদের কাছে স্পেশাল, তবুও এই বিশেষ দিনটিতে একটু বেশি করে বিশেষ হয়ে ওঠেন মানুষটি। সাধারণ মানুষ থেকে টলিউড স্টার প্রত্যেকেই তাঁদের বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। একবার দেখে নেওয়া যাক কোন কোন তারকারা সোশাল মিডিয়ার মাধ্যমে উইশ করলেন বাবাকে।
![]()
![ফাদার্স ডে-তে কে কে মনে করলেন বাবাকে ?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3580953-990-3580953-1560754654205.jpg)
ফাদার্স ডে স্পেশাল
By
Published : Jun 17, 2019, 1:12 PM IST
| Updated : Jun 17, 2019, 5:11 PM IST
- সৌমিত্র চট্টোপাধ্যায় কন্য়া পৌলমী বসু : "আজকের দিনে বাপির ব্যাপারে কিছু কথা বলতেই হয়। আমি জানিনা বাপিকে কীভাবে ধন্যবাদ জানাব। বাপি আমার বেস্ট ফ্রেন্ড। আমার ছোটবেলাটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল বাপি। অনেকদিন পর্যন্ত আমি জানতামই না বাপি একজন সেলিব্রিটি। বাপি আমাকে পেইন্টিং, স্কাল্পচার, থিয়েটার, গানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল ছোটোবেলাতেই। আমার মুড অফ থাকলে বাপি আমাকে লং ড্রাইভে নিয়ে যেত। আমার সঙ্গে কথা বলত। কেন আমার মন খারাপ হয়েছে জানতে চাইত। আমাকে বই আর রেকর্ড কিনে এনে দিত যখন আমি বোর হয়ে যেতাম। বাপির সঙ্গে একসঙ্গে গান গেয়েছি, একসঙ্গে হেসেছি, বই পড়েছি, ছুটির সময়ে পাগলামি করেছি, জঙ্গলে বেড়াতে চলে গিয়েছি। বাপি আমাকে স্কুলে দিয়ে আসত, নিয়ে আসত। এই লিস্টটা শেষ হওয়ার নয়। বাপির নম্রতা ও স্বতঃস্ফূর্ত ভাব আমাকে নমনীয় করে তুলেছে। বাপি আমার কাছে রামধনুর মতো।", ETV ভারত সিতারার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বললেন পৌলমী।
- কোয়েল মল্লিক : কোয়েল হলেন ড্যাডি'স লিটল গার্ল। ইন্ডাস্ট্রির অঘোষিত 'ভালো মেয়ে' কোয়েল। ফাদার্স ডে-তে তিনি বাবা রঞ্জিক মল্লিককে শুভেচ্ছা জানালেন তিনি। লিখলেন, "হ্যাপি ৩৬৫ ফাদার্স ডে। আমি যতই বড় হই, আমি তোমার কাছে এরকমই থাকব। আমায় এত আদর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।" কোয়েলের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'শেষ থেকে শুরু' বেশ ভালো রিভিউ পেয়েছে। আর অন্যদিকে রঞ্জিত মল্লিক এখন ব্যস্ত হরনাথ চক্রবর্তীর পরবর্তী ক্রাইম থ্রিলার নিয়ে।
- সৃজিত মুখার্জি : বাবা সমরেশ মুখার্জি বরাবরই পরিচালক সৃজিত মুখার্জির অনুপ্রেরণা। তিনিই তাঁকে সঠিক পথ বেছে নিতে সাহায্য করেছেন আজীবন। ফাদার্স ডে-তে বাবাকে শুভেচ্ছা জানিয়ে সৃজিত লিখেছেন, "কোনও রাস্তা সঠিক হবে আর কোনও রাস্তা সহজ, ডাম্বেলডোরের অনেক আগেই এটা বুঝিয়ে দিয়েছিলে তুমি আমায়। আমি সঠিক রাস্তা বেছে নিয়ে আজ 'গুমনামী' বানাচ্ছি। তোমায় খুব মিস করছি বাবা।" সুভাষচন্দ্র বসুর মৃত্য়ু ঘোষিত হওয়ার পর উত্তরপ্রদেশের গুমনামী বাবার সঙ্গে নেতাজির অসম্ভব মিল পাওয়া গেছিল। অনেকেই মনে করেন যে, সুভাষচন্দ্র বসুই গুমনামী বাবার ছদ্মবেশে দেশে ফিরে এসেছিলেন। এরকম একটা বিতর্কিত বিষয় নিয়ে ছবি তৈরি করতে বহু বিরোধীতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তবুও দমে যাননি সৃজিত।
- স্বস্তিকা মুখার্জি : সিঙ্গল মাদার স্বস্তিকা। ২০০১ সালে প্রমিত সেনের সঙ্গে ডিভোর্স হয় স্বস্তিকার। তারপর থেকে মেয়ে অন্বেষার বাবাও তিনি আর মা-ও তিনি। তাই সিঙ্গল পেরেন্টদের শুভেচ্ছা জানিয়ে স্বস্তিকা লিখলেন, "আমার মতো যাঁরা দুটো ভূমিকা পালন করে চলেছেন, তাঁদের প্রত্যেককে চিয়ার্স। হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স এভরি ডে।"
-
মানালি দে : বাবা নিতাই দে-কে ফাদার্স ডে-তে শুভেচ্ছা জানালেন মানালি। লিখলেন, "তোমায় ভালোবাসি বাবা।" টেলিভিশনের পরদা থেকে ক্যারিয়ার শুরু করলেও এখন বড় পরদায় বেশ ভালো কাজ করছেন মানালি। আপাতত মানালি ব্যস্ত 'নকশিকাঁথা' ধারাবাহিকের শুটিংয়ে।
Last Updated : Jun 17, 2019, 5:11 PM IST