কলকাতা, 25 অক্টোবর: অংশুমান প্রত্যুষ পরিচালিত ছবি 'নির্ভয়া'-তে অভিনয় করতে দেখা যাবে পটল থুড়ি হিয়া দে'কে । বড় পর্দায় হিয়ার এটাই প্রথম কাজ । এই ছবিতে অভিনয়ের নানা অভিজ্ঞতা ইটিভি ভারতের সঙ্গে শেয়ার করল ক্লাস সিক্সের হিয়া ৷
পটলকুমার গানওয়ালার পর একগুচ্ছ ধারাবাহিকে অভিনয় করলেও হিয়াকে আজও মানুষ পটল হিসেবেই বেশি মনে রেখেছে । এই মুহূর্তে 'ফেলনা' ধারাবাহিকে ফেলনার চরিত্রে অভিনয় করছে হিয়া । আর এর মাঝেই সে ডেবিউ করে ফেলল বড় পর্দায় । 2012 সালে রাজধানীতে ঘটে যাওয়া 'নির্ভয়া' ধর্ষণ কাণ্ড নিয়ে তৈরি অংশুমান প্রত্যুষ পরিচালিত আসন্ন বাংলা ছবি 'নির্ভয়া'তে ধর্ষিতার চরিত্রেই রয়েছে ক্লাস সিক্সের ছাত্রী হিয়া । ধর্ষকের শাস্তি সবাই চায় কিন্তু ধর্ষিতার কথা ভাবে ক'জন ? এমন ভাবনা মনে গেঁথেই এই ছবি বানিয়েছেন অংশুমান প্রত্যুষ । ফিল্মে হিয়া ছাড়াও অভিনয় করছেন শ্রীলেখা মিত্র, সব্যসাচী চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ । গৌরব ও প্রিয়াঙ্কাকে দেখা যাবে দুই আইনজীবীর চরিত্রে । নির্ভয়া হিয়ার মনের কথা জানতে তার কাছে পৌঁছে গিয়েছে ইটিভি ভারত ।
ইটিভি ভারত: নির্ভয়া কাণ্ড সম্বন্ধে তোমার কতটুকু জানা বা অজানা আছে ?
হিয়া: হ্যাঁ, নির্ভয়া কাণ্ড সম্বন্ধে আমি জানি সবটা । মেয়েটির সঙ্গে কী ঘটেছিল তার পুরোটাই আমি জানি । ঘটনাটা শোনার পর আমার খুব খারাপ লেগেছিল ।
ইটিভি ভারত: মেগা করতে করতেই 'নির্ভয়া' করলে । কাজের অভিজ্ঞতা কেমন ?
হিয়া: আমি যখন 'নির্ভয়া'র শুটিং শুরু করি তখন 'ফেলনা' ছিল না । তখন দু'দিন শুট করেছি 'নির্ভয়া'র । এরপর লকডাউন । লকডাউনের পর 'ফেলনা' শুরু হল । আবার 'নির্ভয়া'র বাকি শুটিংও শুরু হল । 'নির্ভয়া'র অভিজ্ঞতা খুবই ভাল । কেননা আমার ফার্স্ট ফিল্ম এটা । আমি চেয়েছিলাম ভালভাবে নিজের সবটা দিয়ে কাজ করব । আমার মনে হয় আমি সেটা করেছি । আগামীতে আরও ভাল ভাল কাজ করতে চাই ।
আরও পড়ুন:Jyeshthoputro: জাতীয় পুরস্কার নিয়ে আবেগে ভাসলেন জ্যেষ্ঠপুত্রের কৌশিক-প্রবুদ্ধ
ইটিভি ভারত: বড় পর্দায় এরপর পরপর ডাক পেলে কি ছোট পর্দা থেকে বিরতি নেবে ?
হিয়া: বড় পর্দার কাজ পেলে করব তো নিশ্চয়ই । পরপর বড় পর্দায় কাজ পেলে ভেবে দেখব সিরিয়াল থেকে সরে যাব কি না । তবে, আমি যেহেতু সিরিয়াল থেকেই উঠেছি, তাই এটাকে কখনওই অবজ্ঞা করতে পারব না । তাই দুটোকেই সমান গুরুত্ব দিয়ে কাজটা কীভাবে করা যায় সেটা দেখব ।
ইটিভি ভারত: ক্লাস সিক্স এখন । লেখাপড়ার চাপ তো বেড়েছে । শুটিং, লেখাপড়া ব্যালান্স করছ কীভাবে ?
হিয়া: হ্যাঁ লেখাপড়ার চাপ তো বেড়েইছে । তবু আমি ব্যালান্স করে নিতে পারছি । শুটিংয়েও বই নিয়ে যাচ্ছি । সেটা পটলকুমারের সময়েও করতাম আমি ।