কলকাতা, 12 ডিসেম্বর: 2018 সালে 'অন্তরসত্ত্বা' ছবির মাধ্যমে ফিল্মি কেরিয়ার শুরু করেন রাজদীপ সরকার (Bob Biswas actor Rajdeep Sarkar)। এরপর প্রযোজনা করেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত অ্যান্টিলজিক ফিল্ম 'ওয়াচমেকার'। প্রযোজনা করেন অরিন্দম ভট্টাচার্যের 'অপরিচিত'। সপ্তাশ্ব বসুর রিভেঞ্জ থ্রিলার 'প্রতিদ্বন্দ্বী'তেও গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন রাজদীপ । তাঁর অভিনীত ছবির তালিকায় রয়েছে 'স্বপ্ন ও বাস্তব'। এই ছবিতে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌবনী সরকার । 'সর্বভূতেষু'-তে শ্রীলেখা মিত্র, চান্দ্রেয়ী ঘোষ, রজতাভ দত্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন । এ হেন রাজদীপ এ বার পাড়ি দিয়েছেন বলিউডে । দিয়া অন্নপূর্ণা ঘোষের 'বব বিশ্বাস' ছবিতে অভিনয় করেছেন তিনি । ইটিভি ভারতকে রাজদীপ (Exclusive interview of Rajdeep Sarkar) জানালেন অভিষেক বচ্চনের সঙ্গে সেই ফিল্মে অভিনয়ের নানা অভিজ্ঞতার কথা ।
ইটিভি ভারত: প্রথমেই বলব 'বব বিশ্বাস' (Abhishek Bachchan in Bob Biswas)-এর জন্য অফারটা দিল কে ? অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা কেমন ?
রাজদীপ: 'বব বিশ্বাস'-এর জন্য আমি অডিশনের মাধ্যমে সিলেক্টেড হই । রেড চিলিজ এবং মুকেশ ছাবড়া কাস্টিং এজেন্সি কলকাতায় অডিশন নিচ্ছিল । আমার এক পরিচিত বন্ধু এবং কাস্টিং এজেন্সি আমাকে খবরটা দেয় । আমি অডিশন দিই এবং আমার তিন রাউন্ড অডিশন হয় । ফাইনাল রাউন্ডে সুজয় ঘোষ স্যার ছিলেন । এবং আমি সিলেক্টেড হই । আর অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করা নিয়ে বলব, খুব এক্সাইটেড তো ছিলামই । স্বাভাবিকভাবেই আমরা বড় হয়েছি ওঁকে বড় পর্দায় দেখে, টিভিতে দেখে । কাজ করতে গিয়ে দেখলাম খুব সহজ সরল একজন মানুষ । সবার সঙ্গে কী অমায়িক ব্যবহার ! এতটুকু স্টারডম নেই । কাজ নিয়ে কথা তো বলতেনই, সেটে সকলের সঙ্গে বন্ধুর মতো মিশতেন । সত্যিই বড় পাওনা এটা আমার ।
ইটিভি ভারত: টিনা দেশাইয়ের সঙ্গে কাজ করে কেমন লাগল ?
রাজদীপ: টিনা দেশাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই মজার । কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস । প্রথমে এসেই আমার সঙ্গে সিনটা রিহার্স করেন । আমি কী করছি সেটাও জানতে চান । উনিও যেটা করছেন সেটা আমার সঙ্গে রিহার্স করেন ৷ কিন্তু কাজের ফাঁকে খুব মজা করেছেন । আমাদের চরিত্র দুটো তো খুব সিরিয়াস ছিল । উনি শটের ফাঁকে খুব মজা করতেন । এই কারণে একটা কমফর্ট জোন তৈরি হয় । ফলে, কাজটাও বেশ সহজ হয়ে যায় ।
আরও পড়ুন:New characters shares their Experience of Sreemoyee : শেষের পথে 'শ্রীময়ী', কী বললেন ধারাবাহিকের দুই নতুন চরিত্র ?
ইটিভি ভারত:দিয়া পরিচালক হিসেবে কতটা দক্ষ, পরিপাটি বলে মনে হয় তোমার ?
রাজদীপ: দিয়ার সঙ্গে কাজের এক্সপেরিয়েন্স খুব ভাল । ও যে পরিচালক হিসেবে ডেবিউ করছে একবারও মনে হয়নি । প্রথম থেকেই বোঝা গিয়েছিল, ও জানে যে ও ঠিক কী করতে চাইছে । পুরো ডিরেক্টোরিয়াল টিমের সঙ্গে কাজ করে ভাল লেগেছে । সবথেকে বড় কথা, সিনগুলো নিয়ে যখন দিয়া এবং সুজয় স্যারের সঙ্গে আলোচনা করেছি কিংবা আমিও আমার মতামত দিয়েছি সেটাকেও ওঁরা গুরুত্ব দিয়েছেন । তাতে সিনগুলো অনেক বেশি ভাল হয়েছে ।