পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রিয়েলিটি শো দেখি না, মেয়েরা শ্রেয়া দিদিকে নকল করে ! সোজাসাপ্টা শুভমিতা - নচিকেতা চক্রবর্তী

ইটিভির রিয়েলিটি শো থেকেই তাঁর উত্থান ৷ অথচ সেই শুভমিতা বন্দ্যোপাধ্যায় আজ রিয়েলিটি শো দেখেন না ৷ কারণটা কী ? কেন তাঁকে প্লেব্যাক সিঙ্গিং-এ বিশেষ পাওয়া যায় না ? ইটিভি ভারতের এমনই নানা প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন গায়িকা ৷

exclusive interview of bengali singer Subhamita Banerjee
রিয়েলিটি শো দেখি না, মেয়েরা শ্রেয়া দিদিকে নকল করে ! সোজাসাপ্টা শুভমিতা

By

Published : Apr 23, 2021, 5:09 PM IST

কলকাতা, 23 এপ্রিল: বাংলা আধুনিক গানের অন্যতম নাম শুভমিতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গীত সফর শুরু হয়েছিল ইটিভি-র সা থেকে সা অনুষ্ঠানের মাধ্যমে । সেখান থেকেই আলাপ গায়ক নচিকেতা চক্রবর্তীর সঙ্গে। তাঁর গান গেয়েই গানের জগতে সবার নজরে আসেন শুভমিতা ৷ এরপর আর তিনি থেমে থাকেননি ৷

বর্তমানে রিয়েলিটি শো নিয়ে চারিদিকে নানা বিতর্ক চলছে ৷ নাগরিকদের মনে নানা টানাপোড়েন ৷ শুভমিতা ঠিক কী চোখে দেখেন এই রিয়েলিটি শো-কে, তাঁর জীবনের ওঠা-পড়ায় কী কী মেনে চলেন, একান্ত সাক্ষাত্কারে এমনই নানা কথা শেয়ার করলেন গায়িকা ৷ আর তাঁর গোটা আলাপচারিতায় তাঁর ঠোঁটের কোণে চেনা হাসিটা লেগেই ছিল ৷

ইটিভি ভারত: বাংলা গানের কতটা ইভলিউশন হয়েছে বাংলা ছায়াছবিতে ?
শুভমিতা:অনেক ইভলিউশন হয়েছে, এখন সবটাই থিম্যাটিক । অনেকেই কাজটা খুব সুন্দরভাবেই করছেন । আগে একটা চিন্তা থাকত লিপ ম্যাচ করাতে হবে, গায়ক-গায়িকাদের এখন সেই চিন্তাটা নেই ।

ইটিভি ভারত:আগে নায়ক-নায়িকার যেমন জুটি হতেন, তেমনই গায়ক-গায়িকাদেরও জুটি হতো ?

শুভমিতা: হ্যাঁ, তবে এখন সে সব আর নেই । আসলে এখন অনেকেই গান গাইছেন, অনেক রকম ভাবে গান তৈরি হচ্ছে । অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা গাইছেন ৷ আমার ভীষণ পছন্দ তাঁদের গান ৷ বরং নিজের গলাতেই ক্যাটক্যাটে মনে হয় । এখন ভারী গলার বেশ ডিম্যান্ড ।

ইটিভি ভারত: তোমার এখনকার দিনে গায়িকাদের মধ্যে কার গলা পছন্দ ?

শুভমিতা:আমি সুনিধি চৌহানের ফ্যান । সুনিধির হাস্কি ভয়েস বেশ ভালো লাগে ৷

ইটিভি ভারত: তোমার জার্নিটা কীভাবে শুরু হয়েছিল ?

শুভমিতা:আমার শুরুটাই হয়েছিল ইটিভি-র হাত ধরে । ইটিভির রিয়েলিটি শো 'সা থেকে সা' থেকে । ইটিভি-র সৌজন্যেই নচিদার সঙ্গে আলাপ । যে রিয়েলিটি-শো থেকে আমার যাত্রা শুরু, পরে সেখানে আমি বিচারক হয়েছি ।

খোলামেলা আলাপচারিতায় শুভমিতা

ইটিভি ভারত: এখন তো এত এত রিয়েলিটি শো হচ্ছে, তোমাকে কেন কোথাও দেখি না কিংবা বিচারকের ভূমিকা দেখতে পাই না কেন ?

শুভমিতা:আসলে আমি নিজেই বিচারক হতে চাই না । প্রথম বা দ্বিতীয় তো একজনই হয় ৷ আমি নিজেও গান-বাজনা নিয়ে আছি, পরে যদি তারা আমার গান না শোনে ।

ইটিভি ভারত: তুমি যখন রিয়েলিটি শো করেছিলে তখন আর এখন-এর মধ্যে কী পার্থক্য ?

শুভমিতা:এখন চমক ধমকটা অনেক বেশি । চ্যাম্পিয়ন হতে পারলেই বিদেশ সফর, গাড়ি, বাড়ি । আমাদের সময়ে রিয়েলিটি শো জিতলে এ সব পুরস্কার ছিল না । তাতে মনে হয় লক্ষ্যটা সরে যায় । তবে তার মধ্যেও কেউ কেউ নিশ্চয়ই ভালো কাজ করছেন ।

ইটিভি ভারত: রিয়েলিটি শো নিয়ে তোমার কী মতামত ?

শুভমিতা:প্রতিবছর যে এত রিয়েলিটি শো হচ্ছে, তাহলে তো আমাদের অনেক ভালো ভালো আর্টিস্ট পাওয়ার কথা, সেটা কেন পাচ্ছি না ?

ইটিভি ভারত: তুমি কোন রিয়েলিটি শো টা দেখো ?

শুভমিতা:আমি কোনও রিয়েলিটি শো দেখি না । এ গুলো এখন শোতে পরিণত হয়েছে প্রতিযোগিতা আর নেই। গান-বাজনা থেকে জাঁকজমকটা বড্ড বেশি ।

আরও পড়ুন:ভোট বন্ধ করতে হতো ! মত কোভিড পজ়িটিভ ইন্দ্রানী দত্তের, সেবায় মেয়ে রাজনন্দিনী

ইটিভি ভারত: অবসরে কী করতে ভালোবাসো ?

শুভমিতা:নেটফ্লিক্স সিনেমা দেখি, বই পড়ি, বাকি সময় গান বাজনা । আসলে আমাদের টিভি দেখা খুব কম হয়, সিরিয়াল টিরিয়াল তো একেবারেই না । শুধুমাত্র খেলার চ্যানেল চলে ।
ইটিভি ভারত: এখন কি গানে মেলোডি কমে যাচ্ছে ?

শুভমিতা:আসলে যুগের সঙ্গে মানুষের ভাবনা চিন্তা পরিবর্তন হয় । আমি যদি সব সময় রিজিড থাকি, তাহলে হবে কী করে ৷ যদি সব সময় ভাবি 'বৃষ্টি পায়ে পায়ে' গানটার মতো কেন সুর হচ্ছে না তাহলে কী করে হবে ? সব কিছুতেই নাক শিঁটকালে তো হবে না । শ্রোতারাও চেঞ্জ হচ্ছে, তাঁরাও পরিবর্তন চান ।

ইটিভি ভারত: যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে রিয়েলিটি শোয়ের পরিবর্তন ?

শুভমিতা:হ্যাঁ পরিবর্তন হতেই হবে ৷ এখন তো টিআরপি একটা ব্যাপার ৷ অন্য প্রতিযোগীদেরও অনেক বেশি সচেতন থাকতে হয় । আমাদের সময়ে জামা কাপড়ের ঠিক ছিল না ৷ শুধু গান গেয়ে যাচ্ছি ৷ তাতেই লোকে হা হা করছে, হাততালি দিচ্ছে । এখন তো ছেলেমেয়েদের চোদ্দবার রিহার্সাল হয়, তাদের গ্রুমিং হয় । আমাদের সময় সে সব ছিল না ।

ইটিভি ভারত:রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট কে তুমি কীভাবে দেখো ?

শুভমিতা:এটা ভীষণ ডিবেটের বিষয় । রবীন্দ্রসঙ্গীত আমি এমনিও খুব কম গেয়েছি ।

মুখোমুখি শুভমিতা

ইটিভি ভারত:রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা বাজপেয়ী-র সঙ্গে ঠিক কি হয়েছিল ?

শুভমিতা:আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল । উনি খুবই গুণী একজন মানুষ ৷ আমার অজ্ঞতা, আমি জানতাম না । আসলে 'মহারাজ একি সাজে' গানটা নিয়ে চর্চা হয়েছিল একটি শো-এর মধ্যেই । বাজপেয়ী পদবী দেখে আমি ওনাকে অবাঙালি ভেবেছিলাম ।

ইটিভি ভারত:প্লেব্যাক সিঙ্গিং-এ তোমাকে পাওয়া যায় না কেন ?

শুভমিতা:নেয় না তাই, নিশ্চয়ই মনে হয় অযোগ্য, যাঁদের যোগ্য মনে হয়েছে তাঁদের নিয়েছে । সম্প্রতি মৈনাক ভৌমিকের 'চিনি' ছবিতে একটা গান গাইলাম ।

ইটিভি ভারত: রিটারমেন্ট নিয়ে কী ভাবো ?

শুভমিতা:একটা সময়ে তো রিটায়ার করতেই হবে । এখন তো আমিও বুড়ি হচ্ছি । একটা সময়ে এত কাজ করেছি এখন আক্ষেপ নেই । নতুনরা আসবে, সারা জীবন তো গাইতে পারব না ৷ আমরা তো কেউ লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে নই ।

ইটিভি ভারত:এখন তো সব শিল্পীরা দলে দলে রাজনৈতিক শিবিরে নাম লেখাচ্ছেন...

শুভমিতা:এটা নিয়ে আমি কিছু বলবো না ৷ আমি রাজনীতি বুঝি না ৷ আমি খুব সোজা সরল মানুষ ৷ রাজনীতি করতে গেলে কূটবুদ্ধির দরকার পড়ে ।

ইটিভি ভারত:নচিকেতা চক্রবর্তীও তো শাসকদলের প্রচার করছেন, কী বলবেন ?

শুভমিতা:আসলে নচিদার সঙ্গে গান-বাজনার বাইরে জীবনবোধ নিয়ে কথা হয়, রাজনীতি নিয়ে কোনও কথা হয় না ।

ইটিভি ভারত: কী ধরনের গান গাইতে পছন্দ করে শুভমিতা ?

শুভমিতা:সব রকমই ৷ আইটেম সং কোনও দিনও গাইনি ৷ জানিনা পারব কি না ।

ইটিভি ভারত: এখনকার দিনের শিল্পী ইমন চক্রবর্তীর গান শোনা হয় ?

শুভমিতা:হ্যাঁ ৷ ওঁর গান ভালো লাগে ৷ ওঁর গলা অনেকের থেকে আলাদা ৷ অন্তত আলাদা করা যায় ওঁর গলা শুনলে । ইমন বুদ্ধিমতী গায়িকা । ওঁর গাওয়া আধুনিক গানই বেশি শুনেছি ।

ইটিভি ভারত: এখনকার দিনে গায়কি স্টাইল নিয়ে কি বলবে ?

শুভমিতা:আসলে এখনকার দিনে বিশেষত মেয়েদের কারও গলা বুঝতে পারি না ৷ সবাই শ্রেয়া দিদির মতো করতে চাইছে ।

ABOUT THE AUTHOR

...view details