কলকাতা : সিনেমা ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কর্মরত শিল্পী-টেকনিশিয়ন-সাপ্লায়ারদের প্রাপ্য টাকা বকেয়া থাকা সংক্রান্ত বিবিধ ঘটনা সামনে আসছে। এছাড়াও এই সমস্ত মানুষগুলোকে আরও অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, যেগুলোর বিরুদ্ধে অভিযোগ জানানোর উপযুক্ত প্ল্যাটফর্ম পান না তাঁরা। সেই প্ল্যাটফর্ম দিতে চলেছে 'বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ' (BCP)। বিজেপির উদ্যোগে এই সংস্থা তৈরি হলেও প্রত্যক্ষভাবে এখানে কোনও রাজনৈতিক রঙ লাগাতে চাননি সদস্যরা। সম্প্রতি BCP-র অন্যতম উপদেষ্টা পদে যোগ দিলেন মাধবী মুখোপাধ্যায়।
বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা পদে মাধবী মুখোপাধ্যায়
ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের উপদেষ্টা মণ্ডলী। কয়েকদিন আগে পরিষদের উপদেষ্টা পদে নিযুক্ত হন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। এবার পরিষদের আরও একটি উপদেষ্টা পদে নিযুক্ত হলেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।
ETV ভারত সিতারার কাছে আসা একটি ভিডিয়োতে মাধবীকে বলতে শোনা গেল, " বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ আজকে একটা সাহায্যের হাত বাড়াচ্ছে। অনেকদিন আগে হাত বাড়িয়েছিলেন উত্তমকুমার। অনেকদিন আগে হাত বাড়িয়েছিলেন কাননদেবী। কিন্তু তাঁরা আজ নেই। সেজন্য কোথাও একটা খামতি পড়ে গেছে। কাননদেবীর নেওয়া উদ্যোগ তো একেবারে নিঃস্ব হয়ে গেছে। শিল্পী সংসদ এখনও আছে। এখনও দুস্থ শিল্পীদের প্রতিমাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। সেটা খুবই সামান্য। জিনিসের দাম বেড়েছে। তাতে তাঁদের কিছু হয় না। তবু একফোঁটা জল তো দেওয়া হয়। এরা আবার সেটা করার চেষ্টা করছে। আপনারা সকলে একটু সাহায্য করুন।"
ভিডিয়োতে শুনুন মাধবী মুখোপাধ্যায়ের বক্তব্য...