কলকাতা : সায়নী ঘোষ এই মুহূর্তে একটি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। তিনি সাংবাদিকতা করছেন। অফিসে সকলে তাঁর সঙ্গে মজা করছে। ইতিমধ্যে তাঁর বস এসে তাঁকে এমন একটি অ্যাসাইনমেন্ট দিলেন, যা কি না একটু অন্যরকম। গা ছমছমে, পরলৌকিক। বাংলার ভূত সমাজকে নিয়ে রিসার্চ করতে দিয়েছেন। যার ভিত্তিতে সায়নী একটি ফিচার লিখবেন।
বিষয়টা নিয়ে সায়নী কিন্তু এগিয়েও পড়েছেন। পেত্নী, মেছো ভূত, ব্রহ্মদৈত্য ইত্যাদি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্য়ে। কাজ করতে করতে তিনি একটি অদ্ভুতুড়ে অনলাইন সাইট থেকে পান একটি বিজ্ঞাপন - 'Buyaghost.com'. সেখানে মৃত মানুষের এবং অলৌকিক বিষয়বস্তু কেনাবেচা হয়। সাইটজুড়ে অঘোরী সাধু খুলি, মৃত মানুষের কোট... বিক্রি হয়। সায়নী দেখেন, ব্রহ্মদৈত্য বিক্রি হচ্ছে অনেক টাকা ছাড়ে। তিনি সেই ব্রহ্মদৈত্যটি কিনে ফেলেন।
আর পরদিন সকালেই একটা ট্রাকে করে সায়নীর বাড়িতে ডেলিভারি হয়ে যায় সেই ব্রহ্মদৈত্যর। ব্রহ্মদৈত্য এসেই তার উপস্থিতি টের পাইয়ে দেয় সায়নীকে। অনেক অলৌকিক ঘটনা ঘটে যায় তাঁর বাড়িতে।
ভাবছেন সত্যি ঘটনা!? আজ্ঞে না। এসব কিছুই ঘটছে, কিন্তু বাস্তবে নয়। ঘটছে শুটিং ফ্লোরে। অভিনেত্রী সায়নী ঘোষ এখন ব্যস্ত 'ব্রহ্মদৈত্য' সিনেমার শুটিংয়ে। এই সিনেমার পরিচালক অভিরূপ ঘোষ।
ঘোস্ট ছবিটিকে ঘোষ অ্যান্ড কোম্পানি ফিল্ম বলা যেতে পারে, কেন না ইন্ডাস্ট্রির 3 জনপ্রিয় ঘোষই এই ছবির মূল কাণ্ডারী - পরিচালক অভিরূপ ঘোষ, মূল অভিনেত্রী সায়নী ঘোষ এবং রুদ্রনীল ঘোষ । এটা অভিরূপের তিন নম্বর ছবি । এর আগে তিনি তৈরি করেছেন কে সিক্রেট আই এবং রহস্য রোমাঞ্চ সিরিজ় । ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সৌমাল্য দত্ত, সৌমেন বোস, দত্তাত্রেয় চট্টোপাধ্যায়, মনিকা দে এবং অন্যান্যরা । ছবিটি প্রযোজনা করেছে পান্ডে মোশন পিকচারস এবং ট্রু কলিং মেডিয়া।