পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফের ডায়ালিসিস সৌমিত্র চট্টোপাধ্যায়ের, হবে ট্র্যাকিওস্টমিও

সতর্কতা হিসেবে গতকাল সৌমিত্রবাবুর ডায়ালিসিস করানো হয়েছে । চলতি সপ্তাহে তাঁর ট্র্যাকিওস্টমি করা হবে । তবে আবার তাঁকে প্লাজ়মা থেরাপি দেওয়া হবে কি না সেই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

dfg
dfg

By

Published : Nov 7, 2020, 1:36 AM IST

কলকাতা : সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল । সতর্কতা হিসেবে গতকাল তাঁর ডায়ালিসিস করা হয়েছে । চলতি সপ্তাহে তাঁর ট্র্যাকিওস্টমি করা হবে । তবে আবার তাঁকে প্লাজ়মা থেরাপি দেওয়া হবে কি না সেই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

6 অক্টোবর থেকে কলকাতার মিন্টো পার্কের কাছে একটি হাসপাতালে ভরতি রয়েছেন সৌমিত্রবাবু । তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে ওই হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর বলেন, "সৌমিত্রবাবুর সংক্রমণ কমছে । প্লেটলেটের পরিমাণ এক লাখের উপরে রয়েছে । নতুন করে জ্বর আসেনি । শুক্রবার অ্যান্টিবায়োটিকের শেষ ডোজ় দেওয়া হয়েছে । রক্তক্ষরণ আর হয়নি । লিভার ফাংশন ভালো রয়েছে । তবে, অক্সিজেনের পরিমাণ সামান্য বাড়ানো হয়েছে ।"

তিনি আরও বলেন, "সৌমিত্রবাবুর আবার ডায়ালিসিস করানো হয়েছে । তবে এই ডায়ালিসিস করানো হয়েছে সতর্কতা হিসেবে । আশা করা হচ্ছে, নেফ্রো টক্সিক ওষুধের ব্যবহার বন্ধ করার পরে তাঁর কিডনির কাজ করার ক্ষমতা ফিরে আসবে । তখন আর ডায়ালিসিস করাতে হবে না । তবে তাঁর প্লাজ়মা থেরাপি করা হবে কি না, তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নেওয়া হবে । কারণ প্লাজ়মা থেরাপি সময় রক্তক্ষরণের ঝুঁকি রয়েছে । ট্র্যাকিওস্টমির জন্য ENT বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে । চলতি সপ্তাহে তাঁর ট্র্যাকিওস্টমি করানো হবে ।"

6 অক্টোবর সৌমিত্রবাবুর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে মিন্টো পার্কের ওই হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি । হাসপাতালে ভরতি হওয়ার পর ঠিকই ছিলেন । লেখালেখিও করছিলেন । কিন্তু 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । তারপর চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন তিনি । কয়েকদিন আগে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন । কিন্তু তার মধ্যে 20 অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । এখনও ICU-তে রয়েছেন তিনি । তবে এখনও তিনি সংকটজনক অবস্থায় থাকলেও আগের থেকে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details