কলকাতা, 23 মার্চ :সদ্য সেঞ্চুরি হাঁকিয়েছে ওটিটি প্লাটফর্ম 'হইচই' । শততম অরিজিনাল 'টিকটিকি' হাজির হয়েছে সম্প্রতি । এবার আরও একটি সুখবর দিল প্রযোজনা সংস্থা এস ভি এফ । পয়লা বৈশাখেই দর্শক দরবারে আসছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'দ্য একেন' (New Film The Eken is Coming Soon)। অর্থাৎ সিরিজের জনপ্রিয় মজার গোয়েন্দা একেন্দ্র সেনকে নিয়ে এবার তৈরি হতে চলেছে পূর্ণাঙ্গ ছবি ৷
ইতিমধ্যেই হাজির হয়েছে ছবির অফিসিয়াল পোস্টার। গোয়েন্দা একেন্দ্র সেনকে সম্বল করে 'একেন বাবু' কামাল দেখিয়েছে ওয়েবে । এবার বড় পর্দায় তার ক্যারিশ্মা দেখানোর দিন আসন্ন । কাল্পনিক চরিত্র একেন্দ্র সেনকে নিয়ে বরাবরের মতো গল্প লিখেছেন সুজন দাশগুপ্ত । পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় । চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত । রহস্য রোমাঞ্চে ভরপুর ছবিতে থাকছে বেশকিছু গানও আর তার কথা লিখছেন চন্দ্রিল ভট্টাচার্য । সুরকার জয় সরকার ।