পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"একদল গুন্ডাবাহিনীকে তাতিয়ে দিচ্ছে একদল রাজনৈতিক নেতা" : NRS কাণ্ডে বিস্ফোরক কমলেশ্বর

ডাক্তার নিগ্রহের ঘটনায় তোলপাড় পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালে। দীর্ঘক্ষণ বন্ধ চিকিৎসা ব্যবস্থা। NRS হাসপাতালে আক্রান্ত দুই জুনিয়র ডাক্তার যশ তেকওয়ানি ও পরিবহ মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। দেশের বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে প্রতিবাদ। এই ঘটনা এখন একটি জাতীয় বিপর্যয়ের রূপ ধারণ করেছে।

কমলেশ্বর মুখোপাধ্যায়

By

Published : Jun 14, 2019, 5:55 PM IST

Updated : Jun 17, 2019, 11:33 AM IST

কলকাতা : সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি- প্রত্য়েকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এই বিষয়ে ETV Bharat সিতারার কাছে একান্তভাবে তাঁর মূল্যবান মতামত প্রকাশ করলেন পরিচালক এবং ডাক্তার কমলেশ্বর মুখোপাধ্যায়।

কমলেশ্বর বললেন, "গত পাঁচ বছরে কুড়ি বার ঘটেছে এমন ঘটনা। বারবারই ঘটে চলেছে। একদল গুন্ডাবাহিনীকে তাতিয়ে দিচ্ছে একদল রাজনৈতিক নেতা। এবং তার ফলেই এই ঘটনা ঘটছে দিনের পর দিন। তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। আমি তো এখন ডাক্তারি পেশার সঙ্গে খুব একটা যুক্ত নই। কিন্তু আমি ডাক্তারদের পাশে আছি। ওঁরা যা পদক্ষেপ নেবে, আমি তার সঙ্গে আছি।"

এছাড়াও কমলেশ্বর মুখোপাধ্যায় তার ফেসবুক অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তুলে ধরেন :

Last Updated : Jun 17, 2019, 11:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details