পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রাজ্যের এই পরিস্থিতিতে দেশে নেই, ট্রোলের মুখে মিমি-নুসরত-দেব - Tollywood

রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সমাজের একটা বড় অংশ। অপর্ণা সেন থেকে শুরু করে কৌশিক সেন, উদ্বেগে প্রহর গুনছেন সকলে। আর এই সামাজিক পরিস্থিতির মধ্যেই দেশে নেই তৃণমূলের তিন বিজেতা সাংসদ। দেব অর্থাৎ দীপক অধিকারী , মিমি চক্রবর্তী ও নুসরত জাহান।

টলিউড

By

Published : Jun 19, 2019, 5:38 PM IST

Updated : Jun 19, 2019, 7:47 PM IST

কলকাতা : বসিরহাটের তৃণমূল জয়ী প্রার্থী নুসরত জাহান রাজ্যের পরিস্থিতিতে মেতেছেন তাঁর ব্যক্তিগত অনুষ্ঠান পালনে। সাংসদ ও অভিনেত্রী নুসরত ডেস্টিনেশন ওয়েডিং সারতে শনিবারই পাড়ি দিয়েছেন তুরস্কের বোদরুমে। তাই নিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি। অনেকে তাঁকে দুষছেন, কীভাবে তিনি এই পরিস্থিতিতে দেশ ছাড়লেন?

নুসরতের সেই পোস্ট

অন্যদিকে মিমি চক্রবর্তী। যাদবপুরে তৃণমূলের জয়ী প্রার্থী মিমিও, নুসরতের বিয়ের জন্য পাড়ি দিয়েছেন তুরস্কে। শুধু তাই নয়, তুরস্কে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেও ট্রোলের শিকার হয়েছেন তিনি।

মিমির সেই পোস্ট

মিমি নুসরতের মতো সাংসদ-অভিনেতা দেবও দেশের বাইরে ছিলেন। বান্ধবী রুক্মিণীর জন্মদিন পালন করতে তাঁর সঙ্গে তিনি উড়ে গিয়েছেন মালদ্বীপে। যদিও তিনি ফিরে এসেছেন পরশু। তবুও অশান্তির চূড়ান্ত অবস্থায় তিনি দেশের বাইরেই ছিলেন। রাজ্য রাজনীতির এই টালমাটাল অবস্থায় ব্যক্তিগত কারণে রাজ্য তথা দেশ ছাড়ার ঘটনায় তীব্র নিন্দার মুখে পড়তে হয়েছে দেব-নুসরত-মিমিকে।


সদ্য নীলরতন সরকার হাসপাতালের জুনিয়র ডাক্তারদের ঐক্যবদ্ধ অনশন, গোষ্ঠীদ্বন্দ্বে বিভিন্ন রাজনৈতিক কর্মীদের আহত-নিহত হওয়ার ঘটনা, সাম্প্রদায়িক অসম্প্রীতির ঘটনা বেড়েই চলেছে বাংলার বুকে। গতকাল শহর কলকাতায় হয়ে যাওয়া দুটি নাগরিক সভায় উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। দুর্নীতি দমনে এটিকেই যথাযথ পথ বলে মনে করছেন তাঁরা।

Last Updated : Jun 19, 2019, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details