পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ED summons Aishwarya Rai Bachchan: বিদেশে বিপুল সম্পত্তি ? পানামা পেপার্স মামলায় ঐশ্বর্যকে সমন ইডির - ইডির সমন ঐশ্বর্যকে

বলিউডের অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে সমন পাঠাল ইডি (ED summons Aishwarya Rai Bachchan)৷ পানামা পেপার্স মামলার (Panama Papers Case) তদন্তে বচ্চন-বধূকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে ৷

ed-summons-aishwarya-rai-bachchan-In Panama Papers Case
পানামা পেপার্স মামলায় ঐশ্বর্যকে সমন পাঠাল ইডি

By

Published : Dec 20, 2021, 11:29 AM IST

Updated : Dec 20, 2021, 11:58 AM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে বলিউডের অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (ED summons Aishwarya Rai Bachchan)৷ পানামা পেপার্স মামলার তদন্তে বচ্চন-বধূকে সমন পাঠাল ইডি ৷ আজই ইডি-র দফতরে হাজিরা দিতে পারেন প্রাক্তন বিশ্বসুন্দরী ৷

সূত্রের মারফত জানা গিয়েছে, বিদেশে ঐশ্বর্য রাই বচ্চনের বিপুল পরিমাণ সম্পত্তির উৎস জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির আধিকারিকরা ৷ এর আগেও দু'বার তলব করা হয়েছিল ঐশ্বর্যকে ৷ তবে তিনি হাজিরা দেওয়ার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার থেকে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন ৷

আরও পড়ুন:আঁখো কি গুস্তাখিয়া ! ঐশ্বর্যর চোখে কুপোকাৎ, অকপট স্বীকারোক্তি বনসালির

বিশ্বজুড়ে নানা বিশিষ্ট ব্যক্তিত্ব ও কর্পোরেট হাউসের প্রতারণা ও করফাঁকি সংক্রান্ত নথি ফাঁস হয়ে গিয়েছিল পানামা পেপারে ৷ ফাঁস হওয়া নথি আসলে একটি জার্মান সংবাদপত্রের ছিল বলে জানা গিয়েছে ৷ এর মধ্যে অন্তত 1200 নথির সঙ্গে জড়িয়েছিল ভারতীয়দের নাম ৷ 2016 সালের পানামা পেপার্স নথি ফাঁসে নাম জড়ায় 500 জন ভারতীয়ের ৷ সেই তালিকায় ছিল ঐশ্বর্য রাই বচ্চনের নাম ৷ ছিল তাঁর শ্বশুর তথা বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের নামও ৷

আরও পড়ুন:ঐশ্বর্যের সঙ্গে প্রথম দেখা স্যুইত্জারল্যান্ডে, অভিষেক তখন প্রোডাকশন বয়

এর আগে জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেন যে, পানামা পেপার্স মামলা থেকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম তুলে নেওয়ার জন্য শাহবাজ শরিফ নাকি ইমরানকে 1000 কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিলেন ৷ নওয়াজের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট ৷ প্রধানমন্ত্রিত্ব খোয়াতে হয় শরিফকে ৷ দু বছর পর ফের ফাঁস হয় পানামা পেপার্সের নথি ৷

Last Updated : Dec 20, 2021, 11:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details