কলকাতা : লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে পিছিয়ে গেছিল 'বাঘিনী' ছবির মুক্তি। শোনা যাচ্ছে, 14 জুন মুক্তি পেতে পারে এই ছবি।
'বাঘিনী' ছবিটির পরিচালক নেহাল দত্ত। মূলত সিপিএম পার্টির অভিযোগের কারণেই পিছিয়ে যায় ছবিটির মুক্তি। তারাই প্রথম নির্বাচন কমিশনের কাছে বিষয়টি তুলে ধরে। বিজেপিও বিষয়টির বিরোধীতা করে একটি চিঠি দেয়। সর্বোপরি ছবির প্রযোজক এবং চিত্রনাট্যকার পিঙ্কি পাল কমিশনের দ্বারস্থ হন। তাঁরা বলেন, ভোটের আগে যেন কোনও মতেই ছবি মুক্তি না পায়।
মুক্তি পেতে চলেছে 'বাঘিনী' - Mamata Bandyopadhyay
2019 সালের লোকসভা নির্বাচনের জন্য স্থগিত রাখা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক 'PM নরেন্দ্র মোদি'-র মুক্তি। নির্বাচনের ফলাফল বেরোনোর পরদিন অর্থাৎ 24 মে মুক্তি পায় সেই ছবি। এবার মুক্তির অপেক্ষায় 'বাঘিনী'। শোনা যাচ্ছে মমতা ব্যানর্জির জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। যদিও তিনি এটাকে তাঁর বায়োপিক বলতে রাজি নন।
![মুক্তি পেতে চলেছে 'বাঘিনী'](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3461344-601-3461344-1559583506686.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়
এখন ভোট শেষ। ভোটের ফলাফলও বেরিয়ে গেছে। তাই আর কোনও আপত্তি নেই ছবি মুক্তিতে। সব ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে 14 জুন।
Last Updated : Jun 3, 2019, 11:09 PM IST