পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রসেনজিতের রেশ নিয়েই মুক্তি পেল 'দ্বিতীয় পুরুষ'-এর টিজ়ার - পরমব্রত চ্যাটার্জি

মুক্তি পেল সৃজিত মুখার্জির নতুন ছবি 'দ্বিতীয় পুরুষ'-এর টিজ়ার। 2011 সালে 'বাইশে শ্রাবণ' ছবির স্পিন অফ এই ছবি।

Diywiyo Purush teaser
Diywiyo Purush teaser

By

Published : Dec 14, 2019, 12:24 PM IST

কলকাতা : 'বাইশে শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরিকে কে ভুলতে পারে? একাধারে তিনিই ছিলেন সেই ছবির হিরো ও ভিলেন। তার হাবভাব, কথা বলা, চাহনি সবকিছুই যেন বাংলা সিনেমাকে এক নতুন ভাষা দিয়েছিল ক্রাইম সিনেমার জঁরে। একইভাবে টলিউডে সৃজিত মুখার্জি অর্জন করেছিলেন এক নতুন পরিচিতি, পেয়েছিলেন তুমুল সাফল্যের স্বাদ। ছবিটি শহর কলকাতার প্রতি স্তরের মানুষকে হলমুখী করেছিল। এবার সেই ছবির সূত্র ধরেই আসতে চলেছে 'দ্বিতীয় পুরুষ'। মুক্তি পেল ছবির টিজ়ার।

এই ছবিতে মুখ্য ভূমিকায় পরমব্রত চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য, রাইমা সেন, গৌরব চক্রবর্তী প্রমুখ। এর মধ্যে পরমব্রত ও রাইমা 'বাইশে শ্রাবণ'-এও ছিলেন। এছাড়া এবারের নতুন সংযোজন ঋতব্রত মুখার্জি। সব মিলিয়ে এক বিশাল কাস্ট নিয়ে তৈরি হচ্ছে 'দ্বিতীয় পুরুষ'।

টিজ়ারে পাওয়া গেল সেই প্রবীর রায়চৌধুরির ছোঁয়া। তাঁর ভয়েজ় ওভার দিয়েই তৈরি হয়েছে এই টিজ়ার। আগের ছবিতে বিখ্যাত কিছু কবিতার একটা বড় ভূমিকা ছিল ক্রাইমের সমাধানে। এবারও সেই ইঙ্গিত পাওয়া গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিদায়' কবিতাটি শোনা গেল প্রসেনজিতের কণ্ঠে।

28 সেকেন্ডের টানটান সেই টিজ়ারের জানা গেল ট্রেলার মুক্তির তারিখও। দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details