হায়দরাবাদ, 11 এপ্রিল:2021 এর শুরু দিক থেকেই বলিউডে একের পর এক ছবি মুক্তি পাওয়ার খবর আসছিল ৷ কিছু ছবির শুটিং শুরুও হয়েছিল অনেক ছবির ৷ আবার কিছু শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ৷ কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পরতেই এলোমেলো হয়ে গিয়েছে সব কিছু ৷ করোনার জেরে আবার লকডাউন জারি হয়েছে মহারাষ্ট্রে ৷ ফলে বন্ধ প্রেক্ষাগৃহ গুলি ৷ আর এর কারণেই পিছিয়ে যাচ্ছে বলিউড ছবি গুলির মুক্তির দিন ৷
রোহিত শেট্টি পরিচালিত ছবি 'সূর্যবংশীর' মুক্তির দিন আগেই পিছিয়ে ছিল ৷ চলতি বছরের 30 এপ্রিল এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু লকডাউনের কারণে 30 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে মহারাষ্ট্রে প্রেক্ষাগৃহগুলি ৷ ফলে আবারও পিছিয়ে যাচ্ছে এই ছবি মুক্তির দিন ৷