পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ওকিয়াগাড়ি'-তে অভিজ্ঞতা কেমন ? জানালেন দেবলীনা - kolkata

ওকিয়াগাড়িকে দেখে একটি ছবি বানানোর কথা মাথায় আসে পরিচালক শমীক রায়ের । যেমন ভাবা তেমন কাজ । বানিয়ে ফেলেন শর্টফিল্ম 'ওকিয়াগাড়ি' । ছবি নিয়ে নানা কথা ETV ভারত সিতারার সঙ্গে আলোচনা করলেন অভিনেত্রী দেবলীনা কুমার ।

ওকিয়াগাড়ি

By

Published : Aug 24, 2019, 3:36 PM IST

কলকাতা : ওকিয়াগাড়ি জাপানি পুতুলটিকে আঘাত করলেও কেমনভাবে যেন নিজেই উঠে পড়ে সে । আর সেই চিন্তা থেকেই ছবি তৈরির কথা ভাবেন পরিচালক শমীক রায় । তৈরি করেন শর্টফিল্ম 'ওকিয়াগাড়ি' ।

ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা মীর । তাঁর বিপরীতে দেখা যাবে দেবলীনা কুমারকে । মীর একজন উকিল আর দেবলীনা একজন মায়ের ভূমিকায় রয়েছেন ।

ইতিমধ্যেই শেষ হয়েছে শুটিংয়ের কাজ । এখন চলছে ছবির ডাবিং । দক্ষিণ কলকাতার একটি স্টুডিয়োতে ডাবিংয়ের মাঝে ETV ভারত সিতারার সঙ্গে ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী । কী কী জানালেন তিনি দেখে নিন ভিডিয়োয়...

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details