মুম্বই, 7 নভেম্বর: প্রমোদতরীর মাদক পার্টির মামলার দায়িত্ব কাঁধে নিয়েই জোরদার তদন্ত শুরু করল এনসিবি-র বিশেষ তদন্তকারী দল (SIT)৷ রবিবার দীর্ঘক্ষণ সিটের অফিসাররা জিজ্ঞাসাবাদ করলেন অভিযুক্ত আরবাজ মার্চেন্টকে (Arbaaz Merchant) ৷ আজ সমন পাঠানো হয়েছিল ওই মামলায় অপর অভিযুক্ত আরিয়ান খানকেও (Aryan Khan)৷ তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আজ হাজিরা দিতে পারেননি বলে বিশেষ সূত্রে খবর মিলেছে ৷ শাহরুখ খানের ছেলে সোমবার সিটের সামনে হাজিরা দেবেন বলে মনে করা হচ্ছে ৷
সূত্রের দাবি, আজ সকালে আরবাজ মার্চেন্টকে সমন পাঠানো হয়েছিল ৷ বেলা 11টার সময় তাঁকে এনসিবির সিটের সামনে হাজিরা দিতে বলা হয় ৷ কিন্তু তিনি বিকেলের দিকে এনসিবি অফিসে পৌঁছন ৷ ক্রুজের মাদক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিটের অফিসাররা ৷
জানা গিয়েছে, আরিয়ান খানের বয়ান রেকর্ড করার জন্য রবিবারই তাঁকে ডেকে পাঠিয়েছিল এনসিবি-র বিশেষ তদন্তকারী দল ৷ তবে শারীরিক কারণ দেখিয়ে তিনি জানিয়েছেন, আজ তিনি হাজির হতে পারছেন না ৷ সোমবার এনসিবি-র অফিসের সামনে তাঁকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে ৷ আরিয়ান ও আরবাজের জামিনের একটি শর্তে বম্বে হাইকোর্ট বলেছিল, তদন্তের প্রয়োজনে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে ৷ তাঁদের সমন পাঠানো হলে, তাঁরা এনসিবি-র অফিসে হাজিরা দেবেন এবং তদন্তে সাহায্য করবেন, এই শর্তই দেওয়া আছে আদালতের নির্দেশনামায় ৷
আরও পড়ুন:Aryan Khan: আরিয়ানকে অপহরণ করে টাকা হাতানোই ছক ছিল সমীরের, মাস্টারমাইন্ড বিজেপি নেতা : নবাব