মুম্বই, 11 অক্টোবর :আজও মুক্তি পেলেন না বলিউডের মেগাস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan) ৷ তাঁর জামিনের জন্য আজ বিশেষ এনডিপিএস আদালতে আবেদন (Bail plea) জানান তাঁর আইনজীবী সতীশ মানেশিণ্ডে ৷ মামলার শুনানি যাতে আজই হয়, সেই চেষ্টাই করেছিলেন তিনি ৷ তবে এনসিবি এ ব্যাপারে আজ তাদের বিবৃতি দিতে না-পারায়, আদালত জানিয়েছে মামলার শুনানি হবে আগামী বুধবার ৷ এই আবেদন মঞ্জুর না-হলে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আরিয়ানের আইনজীবী ৷
আইনজীবী অমিত দেশাই আজ আদালতে আর্জি জানিয়েছিলেন যাতে, আরিয়ানের জামিনের আবেদনের শুনানি আজই করা হয় ৷ তাঁর কাছ থেকে যেহেতু কোনও মাদক পাওয়া যায়নি, সে জন্য তাঁকে জামিন দেওয়া হোক বলে আবেদন জানিয়েছিলেন তিনি ৷ তবে এনসিবি জানায়, এ ব্যাপারে বিবৃতি তারা আজ দিতে পারবে না ৷ শুক্রবার পর্যন্ত আরিয়ানকে হেফাজতে রাখতে পারলে তাদের তদন্তে সুবিধে হবে বলে জানানো হয় ৷ আদালত তখন এনসিবি-কে বুধবারের মধ্যে তাদের বয়ান জানাতে বলে ৷ বুধবারই এই মামলার পরবর্তী শুনানি হবে ৷
আরও পড়ুন:NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের
এর আগে আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত ৷ আরিয়ানকে জামিন দেওয়ার এক্তিয়ার তাদের হাতে নেই বলে জানিয়ে এনডিপিএস আদালতে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ গত 8 অক্টোবর সকাল থেকে দীর্ঘ শুনানির পর মাদক মামলায় (Mumbai Cruise Drugs Case) আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বইয়ের আদালত ৷ সে দিন থেকেই তিনি আছেন আর্থার রোড সংশোধনাগারে ৷ খারিজ হয়ে যায় আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদনও ৷
আরও পড়ুন :Amitabh Bachchan: 80-র পথে অমিতাভ ! বাবার জন্মদিনে ভুল শুধরে দিলেন শ্বেতা