পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 11, 2021, 12:39 PM IST

Updated : Oct 11, 2021, 1:29 PM IST

ETV Bharat / sitara

Aryan Khan: আজও মিলল না মুক্তি, আরিয়ানের জামিনের আবেদনের শুনানি বুধবার

মাদক মামলায় (Drug Case) ধৃত আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন (Bail plea) জানালেন তাঁর আইনজীবী সতীশ মানেশিণ্ডে ৷ এই আবেদনের শুনানি হবে আগামী বুধবার ৷

Drug Case: Aryan Khan's Bail plea to be heard on Wednesday In Mumbai
আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি বুধবার

মুম্বই, 11 অক্টোবর :আজও মুক্তি পেলেন না বলিউডের মেগাস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan) ৷ তাঁর জামিনের জন্য আজ বিশেষ এনডিপিএস আদালতে আবেদন (Bail plea) জানান তাঁর আইনজীবী সতীশ মানেশিণ্ডে ৷ মামলার শুনানি যাতে আজই হয়, সেই চেষ্টাই করেছিলেন তিনি ৷ তবে এনসিবি এ ব্যাপারে আজ তাদের বিবৃতি দিতে না-পারায়, আদালত জানিয়েছে মামলার শুনানি হবে আগামী বুধবার ৷ এই আবেদন মঞ্জুর না-হলে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আরিয়ানের আইনজীবী ৷

আইনজীবী অমিত দেশাই আজ আদালতে আর্জি জানিয়েছিলেন যাতে, আরিয়ানের জামিনের আবেদনের শুনানি আজই করা হয় ৷ তাঁর কাছ থেকে যেহেতু কোনও মাদক পাওয়া যায়নি, সে জন্য তাঁকে জামিন দেওয়া হোক বলে আবেদন জানিয়েছিলেন তিনি ৷ তবে এনসিবি জানায়, এ ব্যাপারে বিবৃতি তারা আজ দিতে পারবে না ৷ শুক্রবার পর্যন্ত আরিয়ানকে হেফাজতে রাখতে পারলে তাদের তদন্তে সুবিধে হবে বলে জানানো হয় ৷ আদালত তখন এনসিবি-কে বুধবারের মধ্যে তাদের বয়ান জানাতে বলে ৷ বুধবারই এই মামলার পরবর্তী শুনানি হবে ৷

আরও পড়ুন:NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

এর আগে আরিয়ানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত ৷ আরিয়ানকে জামিন দেওয়ার এক্তিয়ার তাদের হাতে নেই বলে জানিয়ে এনডিপিএস আদালতে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ গত 8 অক্টোবর সকাল থেকে দীর্ঘ শুনানির পর মাদক মামলায় (Mumbai Cruise Drugs Case) আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বইয়ের আদালত ৷ সে দিন থেকেই তিনি আছেন আর্থার রোড সংশোধনাগারে ৷ খারিজ হয়ে যায় আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদনও ৷

আরও পড়ুন :Amitabh Bachchan: 80-র পথে অমিতাভ ! বাবার জন্মদিনে ভুল শুধরে দিলেন শ্বেতা

জামিনের আবেদনের বিরুদ্ধে এনসিবি (NCB)-র যুক্তি ছিল, আরিয়ান খানকে মুক্তি দেওয়া হলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে ৷ তিনি প্রভাব খাটিয়ে তথ্য-প্রমাণ বিনষ্ট করে দিতে পারেন ৷ যদিও শাহরুখ-পুত্রের আইনজীবী সতীশ মানেশিণ্ডে বলেন, তাঁর মক্কেলের কাছ থেকে বা তাঁর ব্যাগ থেকে কোনও কিছু উদ্ধার করতে পারেনি এনসিবি ৷ পাঁচ দিনে বিশেষ কোনও তথ্যই সামনে আসেনি ৷ কারণ সামনে আসার মতো কিছুই সে রকম নেই ৷ আরিয়ান সম্ভ্রান্ত পরিবারের ৷ ও পালিয়েও যাবে না ৷ তবে এই যুক্তি মানতে চাননি বিচারক ৷

আরও পড়ুন:Hrithik Kangana: বলিউডের মাফিয়া পাপ্পুরা আরিয়ানের পাশে, হৃত্বিকের খোলা চিঠিতে বিস্ফোরণ কঙ্গনার

ফের জামিনের আবেদন করে আরিয়ানের আইনজীবী বলেছেন, "যদি একটি আদালত জামিনের আবেদন খারিজ করে দেয়, তাহলে আমরা উচ্চতর আদালতে যাব ৷ এটাই স্বাভাবিক ৷" এ দিকে, এনসিবি-র যে অফিসারের নেতৃত্বে ক্রুজের মাদক পার্টিতে এনসিবি হানা দিয়েছিল, সেই সমীর ওয়াংখেড়ে বলেছেন, "সরকারপক্ষের আইনজীবীর যুক্তি অনেক জোরালো ৷ আমরা সে সবই আদালতের সামনে তুলে ধরব ৷ এই মামলার তদন্তের স্বার্থে দাবি জানাব ৷"

আরও পড়ুন:Aryan Khan: মিলল না জামিন, আপাতত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানের

শনিবার রাতে গোরেগাঁও-সহ মুম্বই শহরতলির বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ শুক্রবার রাতে মাদক উদ্ধারের ঘটনায় (Drug Case) জড়িত সন্দেহে সান্তাক্রুজ থেকে গ্রেফতার করা হয় শিবরাজ রামদাসকে ৷ আরিয়ানের সঙ্গে গ্রেফতার হওয়া আরবাজ মার্চেন্টের সঙ্গে তার যোগ রয়েছে বলে অভিযোগ ৷ রবিবার এনসিবি-র তরফে জানানো হয়েছে যে, একজন নাইজেরিয়ানকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে ৷ এই নিয়ে মাদক উদ্ধার মামলায় 20তম ব্যক্তিকে গ্রেফতার করল এনসিবি ৷

Last Updated : Oct 11, 2021, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details