কলকাতা : একটা মানুষ ধীরে ধীরে পালটে যাচ্ছে । কিন্তু, সেটা কে ? অমল না রক্তিম ? ট্রেলারের শুরুতেই এই প্রশ্ন তুলে শুরু হল 'ড্রাকুলা স্যার'-এর জার্নি । আদ্যোপান্ত রহস্যে মোড়া এই ছবিতে নতুন জুটি হিসেবে নজর কাড়লেন অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী ।
মূলত অনির্বাণকে নিয়েই ছবির গল্প । সাধারণ মানুষ থেকে তার ড্রাকুলা হয়ে ওঠার কাহিনি বলবে 'ড্রাকুলা স্যার' । তবে কেন এই পরিবর্তন ? একাত্তরের আন্দোলনের সঙ্গেই বা তার কী যোগ ? সেটা জানতে হলে দেখতে হবে ছবিটা ।
অনির্বাণ আর মিমি ছাড়াও ছবিতে রয়েছেন রুদ্রনীল ঘোষ । তবে তাঁকে খুব অল্প সময়ের জন্যই দেখা গেছে । রুদ্রর চরিত্রটা যে ঠিক কী, সেটাও পরিষ্কার হয়নি ট্রেলারে ।