কলকাতা : পুজোর সময় মুক্তি পাচ্ছে SVF এন্টারটেনমেন্ট প্রযোজিত ও দেবালয় ভট্টাচার্য পরিচালিত ছবি 'ড্রাকুলা স্যার'। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং মিমি চক্রবর্তী । ছবির এই চরিত্র নিয়ে উচ্ছ্বসিত অনির্বাণ । 5 বছরের অভিনয় ক্যারিয়ারে এটাই তাঁর কাছে সেরা চরিত্র বলে ETV ভারতকে একান্ত সাক্ষাৎকারে জানালেন তিনি ।
5 বছরের ক্যারিয়ারে অনির্বাণের কাছে সেরা চরিত্র 'ড্রাকুলা স্যার' - anirban dracula sir
পুজোর সময় মুক্তি পেতে চলেছে অনির্বাণের 'ড্রাকুলা স্যার'। সেই ছবির অভিজ্ঞতার কথা একান্ত সাক্ষাৎকারে ETV ভারতকে জানালেন তিনি ।
এই ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে অনির্বাণকে । মূলত তাঁকে নিয়েই তৈরি ছবির গল্প । যদিও ছবির গল্প ড্রাকুলাকে নিয়ে একেবারেই নয় । এ প্রসঙ্গে অনির্বাণ বলেন, "এই ছবির গল্প ড্রাকুলাকে নিয়ে নয় । এটি আসলে বাঙালি মানুষের, তাঁর ভালোবাসার ও তাঁর মেমরির গল্প । আর আমার পাঁচ বছরের অভিনয়ের ক্যারিয়ারে এটা সেরা চরিত্র । এত তাড়াতাড়ি এই ধরনের চরিত্র পাব বলে আশা করিনি । এর জন্য অনেক ধন্যবাদ দেবালয়দাকে ।"
থিয়েটারের মঞ্চ থেকেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল অনির্বাণের । তাঁর 'অথৈ' কিংবা 'অদ্য শেষ রজনী' নিয়ে যথেষ্ট চর্চাও হয়েছিল । থিয়েটারের মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন বলে সিনেমাতেও সেই অভিনয়ের প্রভাব রয়ে গিয়েছে । আর এর জন্য অনেক সমালোচনাও শুনেছিলেন তিনি । তবে শত সমালোচনা সত্ত্বেও নিজের অভিনয়ের পদ্ধতি বদলাননি । একইভাবে চালিয়ে যাচ্ছেন অভিনয় । এ প্রসঙ্গে তিনি বলেন, "অনেকেই বলেন, আমার সিনেমার অভিনয়ের মধ্যে থিয়েটারের প্রভাব আছে । বিষয়টি নিয়ে আমি নিজেও ভেবেছি । তবে সত্যি কথা বলতে কি আমি যদি এই সত্তাকে আমার থেকে আলাদা করি, তবে ছবিতে চরিত্রগুলি নিষ্প্রাণ হয়ে যাবে ।"