মুম্বই, 16 জানুয়ারি :গত সপ্তাহেই করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর ৷ 92 বছর বয়সি এই গায়িকার শরীরে ছিল করোনার মৃদু উপসর্গ ৷ উপসর্গ মৃদু হলেও সেভাবে কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা ৷ যার জেরে তাঁকে চিকিৎসকদের তত্ত্বাবধানে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয় ৷ গত বৃহস্পতিবার তাঁর ভাগ্নি রচনা শাহ জানিয়েছিলেন, চিকিৎসায় ভালই সাড়া দিচ্ছেন গায়িকা ৷ সকলের প্রার্থনায় ধীরে ধীরে সেরে উঠছেন তিনি ৷ তবে শনিবারই চিকিৎসক প্রতীত সামদানি জানিয়ে দেন, এখনই হাসপাতাল থেকে মুক্তি হচ্ছে না গায়িকার ৷ আরও বেশ কিছুদিন ভারতের কোকিল কণ্ঠীকে থাকতে হবে চিকিৎসকদের তত্ত্বাবধানেই ( Lata Mangeshkar remains in ICU under treatment )৷
রবিবারও সেই সংবাদে সেভাবে কোনও পরিবর্তন হল না ৷ গায়িকার চিকিৎসক প্রতীত সামদানি সংবাদমাধ্যমকে বলেন, "এখনও উনি আইসিইউতেই রয়েছেন ৷ ওনার চিকিৎসা চলছে ৷" অর্থাৎ আরও বেশ কয়েকদিন যে হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকতে হবে তাঁকে এনিয়ে কোনও সন্দেহ নেই ৷