পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Ditipriya Bikram : বড় পর্দার নতুন জুটি দিতিপ্রিয়া-বিক্রম, টুইটে শুভেচ্ছা প্রসেনজিতের

বড় পর্দার নতুন জুটি দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee) ৷ আদিত্য সেনগুপ্তর প্রযোজনায় তৈরি হচ্ছে ছবি ৷ এই ছবির জন্য টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)৷

ditipriya-roy-and-bikram-chatterjee-to-act-on-big-screen-prosenjit-chatterjee-reacts
বড় পর্দার নতুন জুটি দিতিপ্রিয়া-বিক্রম, টুইটে শুভেচ্ছা প্রসেনজিতের

By

Published : Nov 5, 2021, 12:55 PM IST

কলকাতা, 5 নভেম্বর: বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee) ও দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy) নিয়ে প্রযোজনা কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন সম্পূর্ণা লাহিড়ি । বড় পর্দার নয়া এই জুটিকে শুভেচ্ছা জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।

বড় পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায় । প্রযোজনায় সম্পূর্ণা লাহিড়ি এবং রাহুল ভঞ্জর 'স্মল টক আইডিয়াজ' এবং 'কশিশ'।
5 নভেম্বর দীপাবলির আবহেই এই সুখবর জানাল প্রযোজনা সংস্থা । এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে ডেবিউ করছেন 'প্রজাপতি বিস্কুট' খ্যাত অভিনেতা আদিত্য সেনগুপ্ত ।

দুই বন্ধুর গল্প । তাঁরা রোড ট্রিপ করে নিজেদের আনন্দ লুটেপুটে নেয় । আবিষ্কার করে অনেক কিছু । এর থেকে বেশি গল্পের আনাচকানাচ না বলাই ভাল । তা হলে উৎসাহ হারাবেন দর্শক ।

বিক্রম বলেন, "আদিত্যকে আমি চিনি । ওর পরিচালনায় দিতিপ্রিয়ার সঙ্গে আমি জুটি বাঁধছি । খুব মিষ্টি, সহজ সরল বন্ধুত্ব এবং প্রেমের একটা গল্প । তাই বুঝতে সহজ হয়েছে । আশা করি দর্শকেরও বুঝতে সুবিধা হবে গল্পটা । 2017 সালে এই গল্পটা নিয়ে আমি আর আদিত্য ছবি বানানোর কথা ভেবেছিলাম । ফাইনালি সেটা এবার পূর্ণতা পাচ্ছে । শুটের জন্য অপেক্ষা করছি । আমি, আদিত্য, দিতিপ্রিয়া, রাহুল, সম্পূর্ণাকে নিয়ে এটা একটা ফ্রেশ টিম । আশা করি কাজটা ভাল হবে ।"

আরও পড়ুন:Ena Saha : একগুচ্ছ কাজে ব্যস্ত এনা, তাঁর হাত ধরেই ফিরছে যশরত জুটিও

টেলিভিশিন খ্যাত দিতিপ্রিয়া রায় বলেন, "আদিত্যদার শ্যালিকার চরিত্রে অভিনয় করেছিলাম আমি । এবার তাঁর পরিচালনায় অভিনয় করতে চলেছি । আমি সুপার এক্সাইটেড । একইসঙ্গে বিক্রমদার সঙ্গে প্রথম কাজ । সেটা নিয়েও এক্সাইটেড আমি । খুব ভাল বন্ধুত্ব আমাদের, আশা করি তার প্রভাব অনস্ক্রিনেও পড়বে । সিকিমে আমাদের শুটিং শুরু হবে । আশা করি ভাল হবে কাজটা ।"

আরও পড়ুন :Dev : রঘু ডাকাতের চরিত্রে দেব, হাজির পোস্টার

আদিত্য বলেন, "গল্পটা বন্ধুত্ব, প্রেম এবং জার্নির । আমার আশা, মানুষের ভাল লাগবে ।" প্রযোজক সম্পূর্ণার কথায়, "এটা আমাদের দ্বিতীয় ইনিংস । একটা ডকু ফিচার ফিল্মে আমি আদিত্যকে সহ-অভিনেতা হিসেবে পেয়েছি । আমি আর বিক্রম খুব ভাল বন্ধু । আমরা অনেকদিন ধরেই একসঙ্গে কাজ করতে চাইছি । ফাইনালি এবার হতে চলেছে । তবে সহ-অভিনেতা হিসেবে নয় । অভিনেতা-প্রযোজক হিসেবে । তবু তো হচ্ছে । এটাই বড় আমার কাছে । আর দিতিপ্রিয়ার মতো একজন উজ্জ্বল প্রতিভাসম্পন্ন অভিনেত্রীকে আমার জার্নিতে পাশে পেয়ে আমি খুশি । আর আমার এই কাজের জন্য স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন । একজন নতুন প্রোডিউসারের কাছে এর থেকে বড় পাওয়া কী আর হতে পারে ? গানের দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য । এটাও এক বড় পাওয়া আমার । শুটিং হবে সিকিমে ।"

আরও পড়ুন:Jai Kali Kalkatte Wali: শুটিং চলছে সোহম-নুসরতের জয় কালী কলকাত্তাওয়ালির

বিক্রম, দিতিপ্রিয়া ও আদিত্যকে পাশে বসিয়ে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন বুম্বাদা ৷ সেখানেই এই ছবির সাফল্য কামনা করেন তিনি ৷ এই ছবির শুটিং শুরু হবে এবছরেই ।

ABOUT THE AUTHOR

...view details