কলকাতা : পরিচালক শুভজিৎ মিত্রর পরবর্তী ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তীকে । এই ছবির মাধ্যমেই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা ।
'অভিযাত্রিক' ছবির কাজ শেষ হতে না হতেই নতুন ছবিতে হাত দিতে চলেছেন শুভ্রজিৎ । সেই ছবির নাম 'মায়ামৃগয়া'। অর্পিতা ও ঋতাভরীর পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও দিতিপ্রিয়া রায় ।
'অভিযাত্রিক' ছিল সত্যজিৎ রায়ের অপুর ট্রিলোজির অন্তিম অংশ । অপু এবং তার পুত্র কাজলের সম্পর্ককে দেখানো হয়েছে সেখানে ।
শুভ্রজিতের 'মায়ামৃগয়া'-ও সাহিত্যধর্মী । রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বোন' অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি । ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছে । ছবিতে দুই বোনের অর্থাৎ শর্মিলার চরিত্রে দেখা যাবে অর্পিতাকে এবং উর্মিমালার চরিত্রটি করছেন ঋতাভরী । আর শশাঙ্ক মৌলির চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে । এছাড়া দিতিপ্রিয়ার চরিত্রটির নাম রোকেয়া ।
এই ছবিতেও উঠে আসবে পুরোনো কলকাতা ও ব্রিটিশ শাসন । তাই আর্ট ডিরেকশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও থাকবে সেখানে । ছবির শুটিং আউটডোরে হলেও রাজ্যের মধ্যেই হবে বলে জানা গিয়েছে ।