কলকাতা, 1 জানুয়ারি :বছরের প্রথমদিনই অনুরাগীদের দুঃসংবাদ দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ শনিবার সন্ধেয় সোশ্যাল মিডিয়া পোস্টে পরিচালক জানালেন তিনি করোনায় আক্রান্ত (Director Srijit Mukherji keeps himself isolated after transmitted to covid) ৷ 'কাকাবাবুর প্রত্যাবর্তনে'র হিন্দি ট্রেলার মুক্তির দিনে স্বাভাবিকভাবেই এই ঘটনায় তাল কাটল আনন্দে ৷ একইদিনে মারণ ভাইরাসে আক্রান্ত হলেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ও (Music Composer Jeet Gannguli also tested positive for Covid 19) ৷ নিভৃতবাসে রয়েছেন তিনিও ৷
রাজ্যে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে ফের সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা ৷ তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী মনে করছেন অধিকাংশই ৷ এমন সময় একইদিনে টি-টাউনের দুই তারকার করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ল বৈকি ! সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করে নেওয়ার পাশাপাশি সৃজিত গত 72 ঘণ্টায় তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন ৷