পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আলোচনা ছাড়াই গানের শব্দ বদল, দেবের উপর ক্ষোভ উগরে দিলেন অনিকেত - হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী

'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র একটি গানকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় ও ছবির প্রযোজক দেবের মধ্যে । তাঁর সঙ্গে আলোচনা ছাড়াই গানের শব্দ বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পরিচালক ।

zdf
sdf

By

Published : Feb 3, 2021, 12:07 PM IST

কলকাতা : মুক্তির আগেই বিতর্কের সৃষ্টি হল 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' ছবিকে কেন্দ্র করে । কোনও আলোচনা ছাড়াই গানের শব্দ পরিবর্তন করা হয়েছে বলে ছবির প্রযোজক দেবের বিরুদ্ধে অভিযোগ তুললেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় । সোশাল মিডিয়ায় দেবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি ।

গত বছর মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল অনিকেত পরিচালিত 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' ছবিটি । ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, বরুণ চন্দসহ আরও অনেকে । সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন কবীর সুমন ।

ছবির একটি গান 'ঝড়, ঝড়, আমরা কমলা রং এর ঝড়'। এই গানের শব্দকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক । সম্প্রতি ফেসবুকে ওই গানের কয়েকটা লাইন তুলে ধরেছিলেন অনিকেত । আর তার নিচে নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, "হিটলারের ব্রাউন শার্টস বা বিজেপির গেরুয়া বাহিনীর মতই আমার ছবিতে এক স্বৈরাচারী শাসকের বাহিনীর নাম 'কমলা বাহিনী'। এমনটাই ছিল, ছবি শেষ । সেন্সরবোর্ড ও কোনও যুক্তিতে আটকাতে পারেনি, 'ইউ' সার্টিফিকেট দিয়েছে । কিন্তু ছবির প্রযোজক সাংসদ দেব অধিকারীর মনে হল এটা যথেষ্ট রাজনৈতিক । আমি অস্বীকার করিনি, হ্যাঁ রাজনৈতিক, যে বিজেপির সঙ্গে তৃণমূল অন্তত লড়াই করার কথা বলছে, এই গান সেই ফ্যাসিস্ট আরএসএস- বিজেপির বিরুদ্ধে । তিনি বলেন গানের শব্দ বদলানো হবে, আমি প্রতিবাদ জানাই । এরপর আমাকে অন্ধকারে রেখেই গানের শব্দ পালটানো হয়েছে, কমলা বাহিনী শব্দটা তুলে দেওয়া হয়েছে । গান লেখা সুর করার আগে গীতিকার সুরকার কবীর সুমন আমার সঙ্গে অনেক আলোচনাই করেছিলেন, এবার আর কোনও আলোচনাই নেই, শব্দ বদলে গেল ।"

অনিকেত চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট

তাঁর সঙ্গে কোনও আলোচনা ছাড়া গানের শব্দ পরিবর্তনের বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি অনিকেত । আর তাই এই ছবি মুক্তি পাওয়ার পরই সিনেমা হলের সামনে ধরনা দেবেন বলে জানিয়েছেন তিনি । বলেন, "শব্দ বদলালেও সত্যিটা বদলাবে না । যে গান লেখা হয়েছিল, সে গান আমার কাছে আছে, তা ছড়িয়ে দেব, বন্ধুরা ছড়াতে সাহায্য করবেন । নিজেদের ভীরুতা, কাপুরুষতার জন্য সিনেমার গানের কথা বদলে দেওয়ার এ জঘন্য চেষ্টার মূল উদ্দেশ্য মানুষ বুঝতে পারবেন । যদি কোনওদিন এ ছবি রিলিজ় হয় সেদিন হলের সামনে ধরনা দেব, বন্ধুরা সঙ্গে থাকবেন ।"

ABOUT THE AUTHOR

...view details