কলকাতা : কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া টলিউড থেকে বলিউড সব জায়গাতেই । তাঁর মৃত্যুতে অনেকেরই চোখের জল বাঁধ মানছে না । সৌমিত্রবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ ও কাছের মানুষ ছিলেন অভিনেতা দীপঙ্কর দে । প্রিয় পুলুদার চলে যাওয়া এখনও মেনে নিতে পারছেন না তিনি ।
সৌমিত্রবাবুর মৃত্যুতে শোকাহত দীপঙ্কর দে । ETV ভারতকে তিনি বলেন, "আমার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল । আমি তাঁকে আমার শেষ শ্রদ্ধা জানাচ্ছি । একটা যুগ শেষ হয়ে গেল এইটুকু বলতে পারি ।"
ETV ভারতকে দোলন বলেন, "প্রতিটা মৃত্যু দীপঙ্করকে অত্যন্ত নাড়িয়ে দেয় । সৌমিত্রদার সঙ্গে টিটোর সম্পর্ক অভিনয়ে আসারও আগে । পাশের বাড়িতে থাকত । তখন টিটো এই পেশাতে আসেওনি । আর সৌমিত্রদা তখন পরিচিত অভিনেতা হয়ে উঠেছেন । টিটো কাজ করত বিজ্ঞাপন জগতে । সৌমিত্রদাই বলতেন টিটোকে, 'অভিনয় করতে হবে না, যেটা করছিস সেটাই কর' । এতোটাই কাছের মানুষ ছিলেন । যে কারণে সৌমিত্রদার চলে যাওয়া ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে টিটোকে ।"