কলকাতা : দীর্ঘদিন ধরে COPD-র সমস্যায় ভুগছিলেন দীপঙ্কর দে । 17 জানুয়ারি একটু বেশি বাড়াবাড়ি হওয়ায় ভরতি হতে হয়েছিল হাসপাতালে । তবে আজ বাড়ি ফিরেছেন দীপঙ্কর । তাঁকে কোন কোন নিয়ম মেনে চলতে হচ্ছে, তা ETV ভারত সিতারাকে জানালেন তাঁর স্ত্রী দোলন রায় ।
তিনি জানালেন, "এখন ভালো আছে, বাড়িতে এসে গেছে । ফুসফুসে জল জমে গেছিল, তাই জল খাওয়ার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে । দিনে এক লিটারের বেশি জল খেতে পারবেন না বলে ডাক্তারের নিদান ।"