পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সোশাল মিডিয়ায় মুক্তি পেল দীপঙ্কর-দোলনের বিয়ের ভিডিয়ো - Dipankar Dey and Dolan Ray Wedding Video

বিয়ের 11 দিনের মাথায় সোশাল মিডিয়ায় মুক্তি পেল দীপঙ্কর-দোলনের বিয়ের অফিশিয়াল ভিডিয়ো । সৌজন্যে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ, যারা এই বিয়ের সমস্ত আয়োজন করেছিল ।

Dipankar Dey and Dolan Ray Wedding Video
Dipankar Dey and Dolan Ray Wedding Video

By

Published : Jan 28, 2020, 7:47 PM IST

কলকাতা : 16 জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন দীপঙ্কর দে ও দোলন রায় । দীর্ঘদিন লিভ-ইন রিলেশনশিপে থাকার পর একে অপরকে সামাজিক স্বীকৃতি দেন 75-এর দীপঙ্কর ও 49-এর দোলন । 11 দিন পর তাঁদের বিয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের তরফ থেকে অফিশিয়ালি শেয়ার করা হল অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো ।

দীপঙ্কর আর দোলনের বিয়ে সিনেমার মতোই সুন্দর করে ক্যামেরাবন্দী করা হয়েছে । বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা, তা যেন আবার প্রমাণ করে দিলেন দম্পতি । তাঁদের একে অপরের প্রতি দৃষ্টি, কোমল ছোঁয়া, ছোটো ছোটো লাজুক মুহূর্ত সবকিছুই যেন দেখার মতো ।

সৌজন্যে The WE - The Wedding Exposure

16 জানুয়ারি একেবারে গোপন ভাবেই বিয়ে সেরেছেন দীপঙ্কর-দোলন । খুব কাছের কিছু মানুষকে সাক্ষী রেখে রেজিস্ট্রি ম্যারেজ করেন তাঁরা । তবে এই খবর কি আর চাপা থাকে ? পরের দিনই কয়েকটি ছবি প্রকাশ্যে আসে । তাতে ঠিক মন ভরেনি অনুরাগীদের । এবার ইভেন্টের পুঙ্খানুপুঙ্খ ছবি পেয়ে মন ভরতে বাধ্য সবার ।

16 তারিখ বিয়ের পরদিন 17 তারিখ COPD-র সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হন দীপঙ্কর । সে এক আশঙ্কাজনক অবস্থা ! তবে দু-তিনদিনের মধ্যেই বাড়ি ফেরেন অভিনেতা । কড়া নজরদারীর মধ্যে থাকতে হলেও আপাতত সুস্থ আছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details