পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Dilip Kumar: আপনাকে মিস করব, দিলীপ কুমারের প্রয়াণে মর্মাহত ক্রীড়া জগৎ - বিরাট কোহলি

দিলীপ কুমারের (Dilip Kumar) প্রয়াণে শোকাহত ক্রীড়া জগৎ-ও ৷ বিরাট কোহলি (Virat Kohli), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে শুরু করে যুবরাজ সিং, হরভজন সিং, শাহিদ আফ্রিদি - সবাই তাঁকে শেষশ্রদ্ধা জানিয়েছেন ৷

Dilip Kumar: Sportspersons Tribute to Legendary Actor Who Died Aged 98
আপনাকে মিস করব, দিলীপ কুমারের প্রয়াণে মর্মাহত ক্রীড়া জগৎ

By

Published : Jul 7, 2021, 4:10 PM IST

নয়াদিল্লি, 7 জুলাই : কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar) প্রয়াণে শোকস্তব্ধ দেশ ৷ বিনোদন থেকে রাজনীতির দুনিয়ার মানুষজন - মর্মাহত সবাই ৷ জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ক্রীড়া ব্যক্তিত্বরাও ৷ বিরাট কোহলি (Virat Kohli), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে শুরু করে যুবরাজ সিং, হরভজন সিং, মহম্মদ আজহারউদ্দিন, বীরেন্দ্র সেহওয়াগ-সহ আরও অনেকে টুইটে শেষ শ্রদ্ধা জানিয়েছেন মুঘল-এ-আজম স্টারকে ৷ শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিও ৷

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি টুইটে লিখেছেন, "প্রজন্মের পর প্রজন্ম যাঁকে ভালবেসেছে, তাঁর আজ জীবনাবসান হয়েছে ৷ শান্তিতে বিশ্রাম করুন দিলীপজি ৷ পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷"

দিলীপ কুমারকে শেষশ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন ভারতরত্ন ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৷ তিনি টুইটে অভিনেতার একটি ছবি পোস্ট করে লিখেছেন, "শান্তিতে বিশ্রাম করুন দিলীপ কুমার জি ৷ আপনার মতো আর কেউ হবেন না ৷ ভারতীয় সিনেমায় আপনার অবদানের সমকক্ষ আর কিছু নেই ৷ আপনাকে সবাই মিস করব ৷ সায়রা বানু জি ও গোটা পরিবারকে হার্দিক সমবেদনা জানাই ৷"

আরও পড়ুন:একটা প্রতিষ্ঠানের অবসান, দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

টুইটে শোকপ্রকাশ করেছেন যুবরাজ সিং-ও ৷ তিনি লিখেছেন, "দিলীপ কুমার জির প্রয়াণে গভীরভাবে শোকাহত ৷ অপর কিংবদন্তি চলে গেলেন, শেষ হয়ে গেল একটা যুগ ৷ সিনেমায় তাঁর অবদানের কোনও বিকল্প নেই ৷ তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ৷"

প্রাক্তন স্পিনার হরভজন সিং দিলীপ কুমারকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, "মহম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমার সাহেব...তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির 1940-1960-এর সোনালি যুগের শেষ জীবন্ত নক্ষত্রদের মধ্যে অন্যতম ছিলেন ৷"

আরও পড়ুন:বলিউডের ট্র্যাজেডি কিং, জোয়ার ভাটার মতো ছিল প্রেমজীবন

দেবদাস স্টারের প্রয়াণে শোকাহত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিও ৷ তিনি দিলীপ কুমারের একটি ছবি পোস্ট করে লিখেছেন, "পাকিস্তান, মুম্বই ও গোটা বিশ্বে ইউসুফ খান সাহেবের ভক্তদের বিরাট ক্ষতি হল ৷ তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন ৷ সায়রা বানু সাহেবার প্রতি গভীর সমবেদনা জানাই ৷"

এ ছাড়াও দিলীপ কুমারের জীবনাবসানে শোকপ্রকাশ করেছেন সাইনা নেহওয়াল, মহম্মদ আজহারউদ্দিন ও বীরেন্দ্র সেহওয়াগ-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন:জন্ম পেশোয়ারে, দিলীপ কুমারই বলিউডের প্রথম খান

ABOUT THE AUTHOR

...view details