নয়াদিল্লি, 7 জুলাই : বলিউডে খান সংস্কৃতি বেশ সুবিদিত ৷ বলি দুনিয়ার প্রথম খান কে বলুন তো ? না, শাহরুখ, সলমন, আমিরের কথা বলছি না ৷ অনেকেই হয়তো জানেন, বলিউডের প্রথম খান হিসেবে যিনি পরিচিত তিনি আর কেউ নন, দিলীপ কুমার ৷ এর একটা কারণ রয়েছে ৷ কিংবদন্তি এই অভিনেতার জন্ম পাকিস্তানের পেশোয়ারে, 1922 সালের 11 ডিসেম্বর ৷ তাঁর প্রকৃত নাম ছিল মহম্মদ ইউসুফ খান ৷ তবে অভিনয়ের জগতে পা রাখার সময়ই তিনি তাঁর নাম বদলে নেন ৷ বড় পর্দার জন্য তিনি নিজের নাম রাখেন দিলীপ কুমার ৷ সেই শুরু থেকেই এই নামে তাঁকে চিনে এসেছেন ভক্তরা ৷
পাকিস্তানে জন্মানো এই মানুষটিই ভারতীয় সিনেমায় প্রায় পাঁচ দশক ধরে রাজত্ব করেছেন ৷ অভিনয় করেছেন 65টিরও বেশি ফিল্মে ৷ পেয়েছেন নানা পুরস্কার ৷ 1954 সালে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার বিজেতা হন তিনি ৷ 'দাগ' ফিল্মে অনবদ্য অভিনয়ের জন্য জিতে নেন সেরা অভিনেতার পুরস্কার ৷ সর্বাধিক ফিল্মফেয়ার পুরস্কার জেতার রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতেই ৷ সেরা অভিনেতা হিসেবে 8 বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি ৷ এখনও পর্যন্ত এই সংখ্যাটা ছুঁয়েছেন একমাত্র শাহরুখ খান ৷
আরও পড়ুন:প্রয়াত দিলীপ কুমার
হিন্দি ফিল্মের সফরের শুরুর দিকটা ভাল যায়নি দিলীপ কুমারের ৷ 1944 সালে তাঁর অভিষেক ঘটে 'জোয়ার ভাটা' ফিল্মে ৷ এই ছবি মানুষের মনে দাগ কাটতে পারেনি ৷ তবে 1947 সালে ভারতের স্বাধীনতার লাভের সময়ে তাঁর ফিল্ম 'জুগনু' দর্শকদের মন জয় করে নেয় ৷ এরপরের সময়টা ইতিহাস ৷ একের পর এক সুপারহিট ফিল্মে তখন একচেটিয়া দিলীপ কুমার ৷ চিত্রনির্মাতা সত্যজিৎ রায়ের কথায় দিলীপ সাহাব ছিলেন 'আল্টিমেট মেথড অ্যাক্টর'৷ 'দেবদাস' ফিল্মে তাঁর মদ্যপ প্রেমিক চরিত্র, মুঘল-এ-আজমে রাজপুত্রের চরিত্র মানুষকে অবাক করে দিয়েছিল ৷ দর্শকদের মন ছুঁয়ে যায় 'মধুমতী' ও 'রাম অউর শ্যাম' ফিল্মে দিলীপ কুমারের অভিনয় ৷ তবে 1949 সালে রাজ কাপুর ও নার্গিসের সঙ্গে 'আন্দাজ' ফিল্মে অভিনয়ই স্টার হিসেবে প্রকাশ ঘটায় দিলীপ কুমারের ৷ 'দিদার', 'আজাদ', 'আন', 'কোহিনুর', 'নয়া দৌড়', 'গঙ্গা যমুনা' ফিল্মে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয় ৷