পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভাল আছেন দিলীপ কুমার, শিগগিরই হয়তো ফিরবেন বাড়িতে - Dilip Kumar health

ভাল আছেন দিলীপ কুমার (Dilip Kumar) ৷ তিন-চার দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ডাক্তাররা ৷

dilip-kumar-health-update-heres-what-doctor-has-to-say
ভালো আছেন দিলীপ কুমার, শিগগিরই হয়তো ফিরবেন বাড়িতে

By

Published : Jun 9, 2021, 2:42 PM IST

Updated : Jun 9, 2021, 4:43 PM IST

মুম্বই, 9 জুন : কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar) শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ 3-4 দিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন বলে আশাপ্রকাশ করেছেন ডাক্তাররা ৷

গত রবিবার শ্বাসকষ্ট নিয়ে খারের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন 98 বছরের অভিনেতা দিলীপ কুমার ৷ তাঁর চিকিত্সারত জলিল পার্কার জানিয়েছেন, "দিলীপ কুমারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ৷ শ্বাসকষ্টও অনেকটা কমছে ৷ তবে এখনও তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ৷ তাঁর অবস্থা স্থিতিশীল ৷ ফ্লুইড দেওয়া বন্ধ করব কি না, সেটা কাল সিদ্ধান্ত নেব ৷ তিন-চার দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে ৷"

আরও পড়ুন:সত্যজিতের 4 ছোট গল্পের সিরিজে নজরকাড়া অভিনয়, মুক্তি পেল রে-র ট্রেলার

গতকাল ভক্তদের প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছিলেন প্রবীণ অভিনেতার স্ত্রী সায়রা বানু ৷ তিনি লিখেছিলেন, "আমার স্বামী, আমার কোহিনুর, আমাদের দিলীপ কুমারের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ ডাক্তাররা আমায় আশ্বস্ত করে বলেছেন যে, খুব শিগগিরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷"

ভাল আছেন দিলীপ কুমার, শিগগিরই হয়তো ফিরবেন বাড়িতে

হাসপাতালের বেডে শোওয়া দিলীপ কুমারের সঙ্গে তাঁর একটি ছবিও পোস্ট করেছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী ৷

Last Updated : Jun 9, 2021, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details