মুম্বই, 7 জুলাই :একটা প্রতিষ্ঠান চলে গেল ৷ কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar) প্রয়াণকে এ ভাবেই ব্যাখ্যা করলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ৷ টুইটে তিনি দেবদাস স্টারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ শুধু তিনিই না, দিলীপ কুমারকে শেষ শ্রদ্ধা জানান বলিউডের অন্য সেলিব্রিটিরাও ৷ অক্ষয় কুমার (Akshay Kumar) থেকে শুরু করে অজয় দেবগণ (Ajay Devgan), জ্যাকি শ্রফ, তুষার কাপুর, জন আব্রাহাম, আরশাদ ওয়ারসি-সহ আরও অনেকে টুইটে শোকপ্রকাশ করেছেন ৷
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার ৷ বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ তবে প্রতিবার বাড়ি ফিরে গেলেও এ বার আর শেষরক্ষা হল না ৷ 98 বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা ৷
আরও পড়ুন:বলিউডের ট্র্যাজেডি কিং, জোয়ার ভাটার মতো ছিল প্রেমজীবন
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছেন অমিতাভ বচ্চন ৷ তিনি লিখেছেন, "একটা প্রতিষ্ঠান চলে গেল...যখনই ভারতীয় সিনেমার ইতিহাস লেখা হবে, তখন দিলীপ কুমারের আগে এবং দিলীপ কুমারের পরে লেখা হবে ৷" প্রয়াত অভিনেতার পরিবার ও তাঁর স্ত্রী সায়রা বানুর প্রতি সমবেদনা জানিয়ে বিগ বি লিখেছেন, "তাঁর আত্মার শান্তি কামনা করি এবং পরিবারে যে ক্ষতি হল, তারা যাতে শক্ত থাকতে পারেন, সেই প্রার্থনা করি ৷"
দিলীপ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার ৷ তিনি অভিনেতার একটি ছবি পোস্ট করে টুইটে লিখেছেন, "বিশ্বের কাছে অনেক নায়কই এসেছেন ৷ আমাদের মতো অভিনেতাদের কাছে নায়ক ছিলেন তিনিই ৷ ভারতীয় সিনেমার সম্পূর্ণ যুগটাকেই সঙ্গে করে নিয়ে গেলেন দিলীপ কুমার স্যার ৷ আমার প্রার্থনা তাঁর পরিবারের সঙ্গে রয়েছে ৷ ওম শান্তি ৷"