কলকাতা, 28 ডিসেম্বর :বড় পর্দায় আসতে চলেছে নতুন বাংলা ছবি 'কুলপি'। গল্পের মূলকেন্দ্রে রয়েছে এক বামনের ভালোবাসার কাহিনি (Digital poster of a new Bengali Film Kulpi has been released) । সম্প্রতি সামনে এসেছে ছবির ডিজিটাল পোস্টার । বর্ষালি চট্টোপাধ্যায় পরিচালিত এই নতুন বাংলা ছবি নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট উৎসাহিত দর্শক মহল । এর আগেও বামনদের নিয়ে বাংলার পর্দায় দুরন্ত গল্প বলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'ছোটদের কথা'৷ তাই অবশ্যই এবার আরও নতুন কিছু উপহার দিতে হবে বর্ষালি চট্টোপাধ্যায়কে ৷
বর্ষালির গল্পের মূল কেন্দ্রে বামনদের জীবনের মানবিক দিকটিকে অন্য মেজাজে তুলে ধরা ৷ তাঁদের জীবনেও আসে ভালবাসার রঙিন অনুভূতি (Dwarf's Love Story) । কিন্তু সেকথা প্রকাশ করেন সংকোচ বোধ করেন অনেকেই । বর্ষালি চট্টোপাধ্যায়ের 'কুলপি' বলবে সেই কথাই । এই ছবিতে একজন শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পায়েল সরকারকে । তাঁকে একতরফা ভালোবাসে কুলদীপ অর্থাৎ কুলপি । সার্কাসে জোকার সাজে কুলপি । কিন্তু কুলপি ভালোবাসে পেশায় শিক্ষিকা কঙ্কনাকে । কঙ্কনা কি সাড়া দেবে তাঁর ভালোবাসায়? ছবিতে কুলপির বাবার চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত এবং সৎ মায়ের চরিত্রে রয়েছেন চুমকি চৌধুরী । উল্লেখ্য, এই প্রথমবার চুমকি চৌধুরীকে দেখা যাবে কোনও নেগেটিভ চরিত্রে । অন্যদিকে সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রটি বেশ মজার । পাড়ার সকলের ঠাম্মি তিনি । এছাড়া সার্কাস দলের ম্যানেজারের চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু ।