হায়দরাবাদ, 8 এপ্রিল : রণধীর কাপুর কি ভুলবশত সইফ-করিনার দ্বিতীয় সন্তানের প্রথম ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে ফেলেছেন? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে ৷ সোমবার অভিনেতা রণধীর কাপুর ইন্সটাগ্রামে একটি শিশুর ছবি শেয়ার করে তা কিছুক্ষণের মধ্যে সরিয়ে দেন ৷ এইপরই শুরু হয় গুঞ্জন ৷
বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর ইন্সটাগ্রামে নতুন ৷ সোমবার একটি শিশুর ছবি কোলাজ করে পোস্ট করেন সোখানে ৷ কিন্তু পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তিনি ছবিটি সরিয়ে দেন ৷ এরপরই গুঞ্জন শুরু হয় সোশাল মিডিয়ায় ৷ তবে কি রণধীর কাপুর সইফ-করিনার দ্বিতীয় সন্তানের ছবি পোস্ট করে ফেলেছিলেন? তাই সেই পোস্ট সরিয়ে দিয়েছেন তিনি?