পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রণধীরের পোস্টে সইফ-করিনার দ্বিতীয় সন্তানের ছবি ? - ইন্সটাগ্রাম

বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর ইন্সটাগ্রামে নতুন ৷ সোমবার একটি শিশুর ছবি কোলাজ করে পোস্ট করেন সোখানে ৷ কিন্তু পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তিনি ছবিটি সরিয়ে দেন ৷ এরপরই গুঞ্জন শুরু হয় সোশাল মিডিয়ায় ৷ তবে কি রণধীর কাপুর সইফ-করিনার দ্বিতীয় সন্তানের ছবি পোস্ট করে ফেলেছিলেন?

সইফ-করিনা
সইফ-করিনা

By

Published : Apr 8, 2021, 2:23 PM IST

Updated : Apr 8, 2021, 3:31 PM IST

হায়দরাবাদ, 8 এপ্রিল : রণধীর কাপুর কি ভুলবশত সইফ-করিনার দ্বিতীয় সন্তানের প্রথম ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে ফেলেছেন? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে ৷ সোমবার অভিনেতা রণধীর কাপুর ইন্সটাগ্রামে একটি শিশুর ছবি শেয়ার করে তা কিছুক্ষণের মধ্যে সরিয়ে দেন ৷ এইপরই শুরু হয় গুঞ্জন ৷

বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর ইন্সটাগ্রামে নতুন ৷ সোমবার একটি শিশুর ছবি কোলাজ করে পোস্ট করেন সোখানে ৷ কিন্তু পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তিনি ছবিটি সরিয়ে দেন ৷ এরপরই গুঞ্জন শুরু হয় সোশাল মিডিয়ায় ৷ তবে কি রণধীর কাপুর সইফ-করিনার দ্বিতীয় সন্তানের ছবি পোস্ট করে ফেলেছিলেন? তাই সেই পোস্ট সরিয়ে দিয়েছেন তিনি?

ছবিটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সইফ-করিনার ভক্তদের মনে প্রশ্ন জাগে এটা তাদের দ্বিতীয় সন্তানের ছবি কি না ৷ পোস্ট সরিয়ে দেওয়ায় তাদের সন্দেহ আরও দৃঢ় হয় ৷ ভক্তদের মধ্যে আবার কেউ কেউ ছবিটির স্ক্রিনশট নিয়ে শেয়ার করছেন নিজেদের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ৷

আরও পড়ুন :বন্ধুপুত্রকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা বিগ-বির

প্রসঙ্গত চলতি বছরের 21 ফেব্রুয়ারি সইফ-করিনার কোলে তাঁদের দ্বিতীয় সন্তান আসে ৷ যদিও করিনা এবং সইফ দু’জনের কেউই তাঁদের দ্বিতীয় সন্তানের নাম কিংবা ছবি এখনও জনসমক্ষে আনেননি ৷

Last Updated : Apr 8, 2021, 3:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details