পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Mir-Nushrat: মীরও কি এবার নিখিল-নুসরতের সম্পর্ক নিয়ে ট্রোল করলেন ? - নুসরত জাহান

শুক্রবার রাতে মীর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ৷ যাতে তিনি লেখেন, 'ইউরো কাপ ২০২০-তে আজ ইটালি আর আর এক দেশের ম্যাচ। যে দেশে কেউ এক জন বিয়ে করেছিলেন, বা করেননি ৷’

Mir-Nushrat: মীরও কি এবার নিখিল-নুসরতের সম্পর্ক নিয়ে ট্রোল করলেন ?
Mir-Nushrat: মীরও কি এবার নিখিল-নুসরতের সম্পর্ক নিয়ে ট্রোল করলেন ?

By

Published : Jun 13, 2021, 11:37 AM IST

কলকাতা, 13 জুন : বাংলার রাজনৈতিক মহল থেকে বিনোদন জগত, অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান এবং নিখিল জৈনের সম্পর্ক নিয়ে সরগরম দীর্ঘ দিন ধরেই ৷ কিছুদিন আগে নুসরতের এক বিবৃতি যেন সেই বিতর্কের আগুন কয়েকগুন বেশি উস্কে দিয়েছে ৷ বিবৃতিতে তিনি জানিয়েছেন, নিখিলের সঙ্গে তিনি লিভ-ইনে ছিলেন, তাঁদের বিয়ের কোনও বৈধতা নেই ৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তাঁকে নিয়ে নানা রকমের ট্রোল ৷ এবার কি তাতে যোগ দিলেন সঞ্চালক তথা অভিনেতা মীর আফসার আলিও ?

শুক্রবার রাতে মীর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ৷ যাতে তিনি লেখেন, 'ইউরো কাপ 2020-তে আজ ইটালি আর এক দেশের ম্যাচ। যে দেশে কেউ এক জন বিয়ে করেছিলেন, বা করেননি ৷’

প্রসঙ্গত, শুক্রবার রাতে ইউরো কাপে খেলা ছিল ইতালি এবং তুরস্কের ৷ ম্যাচ চলাকালীনই তিনি এই পোস্ট করেন ৷ মীর কারুর নাম না করে এই পোস্ট করলেও নেটিজেনদের মতে তিনি নুসরতকে ইঙ্গিত করেই এই পোস্ট করেছেন ৷ কারণ নুসরত এবং নিখিলের বিয়ে হয়েছিল তুরস্কতে ৷ বিবৃতিতে নুসরত জানিয়েছেন তুরস্কের 'বিবাহ আইন' অনুযায়ী এই বিয়ে অবৈধ ৷ সুতারাং বিবাহ বিচ্ছেদের কোনও প্রশ্নই উঠছে না ৷

আরও পড়ুন :Nusrat Jahan : বিতর্কে জড়িয়ে লিভ-ইন করে বার বার শিরোনামে নুসরত জাহান

বিবৃতি জারি করার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে শুরু করেন অভিনেত্রী ৷ তাঁকে নিয়ে তৈরি হচ্ছে নিত্যনতুন মিম ৷ তবে কি নির্বিঘ্নে নিখিলের সঙ্গে বিচ্ছেদ করার জন্য বিবৃতি জারি করে পরিস্থিতি আরও জটিল করে ফেললেন নুসরত? এখন সেটাই দেখার...

ABOUT THE AUTHOR

...view details