হায়দরাবাদ, 27 মার্চ:আধুনিক পরিবার বুঝি এমনই হয় ! সদ্য বিয়ে হয়েছে অভিনেত্রী দিয়া মির্জার ৷ আর এখন তিনি ব্যবসায়ী হাবি বৈভব রেখির সঙ্গে মালদ্বীপে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন ৷ তবে সেখানে শুধু যুগলে নয়, দিয়া সঙ্গে নিয়ে গিয়েছেন বৈভবের কন্যাকেও ৷
হোলির আগে মালদ্বীপের সৈকতে দুরন্ত ছুটি কাটাচ্ছেন দিয়া মির্জা ৷ বিয়ের পর প্রথম ভ্রমণে তাঁদের সঙ্গী বৈভবের প্রথম পক্ষের কন্যা সামাইরা ৷ যোগ প্রশিক্ষক সুনয়না রেখির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় বৈভবের ৷
ছুটি কাটানোর নানা আনন্দের মুহূর্তের ছবি শেয়ার করেছেন দিয়া ৷ সামাইরার সঙ্গে তাঁর বেশ অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে বলেই মনে হয়েছে সেই ছবিগুলি দেখে ৷