কলকাতা : ছবির প্রথম পোস্টারেই বোঝা গেছিল যে, 'ধর্মযুদ্ধ' এক সাম্প্রদায়িকতার গল্প বলবে। চরিত্রদের ফার্স্ট লুকে সেই ইঙ্গিত আরও স্পষ্ট হল। মুক্তি পেল স্বাতীলেখা দাশগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, সোহম ও পার্ণো মিত্র-র প্রথম লুক।
'বেলাশেষে'-র পর আবারও স্বাতীলেখাকে বড় পরদায় দেখতে পেয়ে খুশি সিনেপ্রমীরা। তাঁর চরিত্রটা এখানে 'আম্মা'-র। তাঁর প্রথম লুকেই এক দরদী মায়ের প্রতিচ্ছবি ফুটে উঠল।
এই নিয়ে রাজের সঙ্গে দ্বিতীয় কাজ ঋত্বিকের। তাঁর লুকের মধ্যে একটা বেপরোয়া জেদী ভাব প্রকাশ পাচ্ছে। 'রাঘব' তাঁর ক্যারিয়ারের এক ছকভাঙা চরিত্র হতে চলেছে।