পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দেখে নিন 'ধর্মযুদ্ধ'-এর সব চরিত্রদের - Subhashree Ganguly new film

'পরিণীতা'-র সাফল্যের পর রাজ নিয়ে এলেন তাঁর নতুন ছবির এক ঝলক। সামনে এল 'ধর্মযুদ্ধ' ছবির চরিত্রদের প্রথম লুক।

Raj Chakrabarty new film

By

Published : Nov 5, 2019, 10:17 AM IST

কলকাতা : ছবির প্রথম পোস্টারেই বোঝা গেছিল যে, 'ধর্মযুদ্ধ' এক সাম্প্রদায়িকতার গল্প বলবে। চরিত্রদের ফার্স্ট লুকে সেই ইঙ্গিত আরও স্পষ্ট হল। মুক্তি পেল স্বাতীলেখা দাশগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, সোহম ও পার্ণো মিত্র-র প্রথম লুক।

'বেলাশেষে'-র পর আবারও স্বাতীলেখাকে বড় পরদায় দেখতে পেয়ে খুশি সিনেপ্রমীরা। তাঁর চরিত্রটা এখানে 'আম্মা'-র। তাঁর প্রথম লুকেই এক দরদী মায়ের প্রতিচ্ছবি ফুটে উঠল।

আম্মা

এই নিয়ে রাজের সঙ্গে দ্বিতীয় কাজ ঋত্বিকের। তাঁর লুকের মধ্যে একটা বেপরোয়া জেদী ভাব প্রকাশ পাচ্ছে। 'রাঘব' তাঁর ক্যারিয়ারের এক ছকভাঙা চরিত্র হতে চলেছে।

রাঘব

গ্ল্যামারাস নাচে-গানে পারদর্শী নায়িকার ছক ভেঙে একেবারেই ঘরোয়া শুভশ্রী। তাঁর 'মুন্নী' চরিত্রটি দেখলে এক সহজ সরল মেয়ের কথাই মনে হয়।

মুন্নি

অনেকদিন পর আবার রাজের পরিচালনায় সোহম। ঝলসানো ব্যাকড্রপে তাঁর 'জব্বর' চরিত্রটা বেশ প্রমিসিং।

জব্বর

পার্ণো মিত্রের চরিত্রের নাম এখানে 'শবনম'।

শবনম

ABOUT THE AUTHOR

...view details