পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Razneesh on Kangana : কঙ্গনাকে 'অসাধারণ প্রতিভা’ বললেন পরিচালক রজনীশ

সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে কঙ্গনা রানওয়াতকে ‘অসাধারণ প্রতিভা’ বলে উল্লেখ করলেন তাঁর নতুন ছবির পরিচালক রজনীশ রাজি ঘাই (Razneesh Razy Ghai Praises Kangana Ranaut by calling her talent extraordinaire)৷

Razneesh on Kangana
আসন্ন ছবির পরিচালকের কাছ থেকে 'অসাধারণ প্রতিভা'র খেতাব পেলেন কঙ্গনা

By

Published : Jan 27, 2022, 1:04 PM IST

দিল্লি, 27 জানুয়ারি: পরিচালক রজনীশ রাজি ঘাইয়ের হাত ধরেই আসতে চলেছে কঙ্গনা রানওয়াতের নতুন স্পাই থ্রিলার 'ঢাকাড'৷ এবার সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীকে ‘অসাধারণ প্রতিভা’ বলে উল্লেখ করলেন রজনীশ (Razneesh Razy Ghai Praises Kangana Ranaut by calling her talent extraordinaire) ৷ শ্যুটিং চলাকালীন তোলা তাঁর এবং কঙ্গনার একটি পুরোনো ছবিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি ৷

একইসঙ্গে তিনি লেখেন, ‘‘এই অসাধারণ প্রতিভার সঙ্গে বুডাপেস্টে শ্যুটিংয়ের দিনগুলো মিস করছি খুব, 'ঢাকাড'-এর গোটা দলের পক্ষ থেকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা ৷" রজনীশের এই শুভেচ্ছাবার্তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কঙ্গনাও ৷ এই নতুন স্পাই থ্রিলারটির প্রযোজনা করেছেন দীপক মুকুট এবং সোহেল মাকলাই ৷ ছবিতে কঙ্গনা ছাড়াও রয়েছেন অর্জুন রামপাল, দিব্যা দত্ত-সহ একঝাঁক তারকা ৷ ছবিতে কঙ্গনার চরিত্রের নাম এজেন্ট অগ্নি ৷ শিশু পাচার, নারী অত্য়াচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা যাবে তাঁকে ৷

আরও পড়ুন:এবার বডিকন পোশাকে অনুরাগীদের মনে ঝড় তুললেন দীপিকা

সবমিলিয়ে বলিউডি অ্যাকশন, টানটান রহস্য সবই থাকছে ছবিতে ৷ 'ঢাকাড' নিয়ে যে কতখানি আশাবাদী কঙ্গনা, তা এর আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি ৷ তিনি বলেছিলেন, "ঢাকাড যে শুধু আমার কেরিয়ারের একটি বেঞ্চমার্ক ছবি হতে চলেছে তাই নয়, ভারতীয় সিনেমার জন্য়ও একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে ৷" ছবির সমস্ত স্টান্ট পরিকল্পনা করেছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত জাপানি সিনেমাটোগ্রাফার টেটসুও নাগাটা ৷ প্রথমে অবশ্য় এপ্রিল-মে মাসেই মুক্তি পাবার কথা ছিল ছবিটির ৷ তবে জানা গিয়েছে তা পিছিয়ে দেওয়া হয়েছে ৷ নতুন তারিখ এখনও সামনে আসেনি ৷

ABOUT THE AUTHOR

...view details